‘মির্জাপুর ৩’-এর ঘোষণা মদন মিত্রের!

জনপ্রিয় ওয়েবসিরিজ মির্জাপুরের ২টো সিজন এখনও পর্যন্ত রিলিজ হয়েছে। এক্ষেত্রে মদন মিত্রের মুখে মির্জাপুর ৩ এর কথা শুনে স্বাভাবিক ভাবেই কৌতুহল বেড়েছে নেটিজেনদের মধ্যে।

January 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের ভাইরাল মদন মিত্র। রাজ্য রাজনীতিতে তিনি সবসময় এক বর্ণময় চরিত্র। বিশেষ করে তাঁর ফেসবুক লাইভ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এবার ফের সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রকে ঘিরে চর্চা তুঙ্গে। সম্প্রতি এক জনসভায় মির্জাপুর ৩ এর কথা বলেছেন তিনি। জনপ্রিয় ওয়েবসিরিজ মির্জাপুরের ২টো সিজন এখনও পর্যন্ত রিলিজ হয়েছে। এক্ষেত্রে মদন মিত্রের মুখে মির্জাপুর ৩ এর কথা শুনে স্বাভাবিক ভাবেই কৌতুহল বেড়েছে নেটিজেনদের মধ্যে।

কী বলেছেন মদন মিত্র?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মদন মিত্র (Madan Mitra) বলছেন, “তোমরা পুরুলিয়াতে মেদিনীপুর বানাতে চাইছ না, আমি মদন মিত্র বলে রাখছি, বানালে মেদিনীপুর বানাতে দেব না। মির্জাপুর ২ পর্যন্ত হয়েছে। এবার আমি মির্জাপুর ৩ বানিয়ে দিয়ে যাব।” এর পরেই এই ভিডিও কার্যত ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বেশ কিছু মিমও এই সঙ্গে ভাইরাল হয়। যদিও এবারই প্রথম নয়।

এর আগেও মদন মিত্র বিভিন্ন মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় চর্চায় থেকেছেন। তাঁর ফেসবুক লাইভ ঘিরে প্রত্যেকের আগ্রহ তুঙ্গে থাকে। সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ সক্রিয় মদন মিত্র। তাঁর ছবি কিংবা পোস্টে কয়েক হাজার লাইক-কমেন্ট পড়ে।

https://www.facebook.com/watch/?ref=external&v=475974550452555
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen