রাজ্য বিভাগে ফিরে যান

স্কুল খোলা নিয়ে শিশু কমিশনের বৈঠক, সিদ্ধান্ত নেবে সরকার

January 29, 2021 | < 1 min read

স্কুল (School)খোলার সম্ভাবনা নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করল রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন(West Bengal Commission For Child Protection)। এই বৈঠকে প্রধান শিক্ষক, শিক্ষক, সিলেবাস বিশেষজ্ঞ কমিটির সদস্য, চিকিৎসক, মনোবিদরা ছিলেন। বৈঠকের নির্যাস নিয়ে এদিন মুখ খুলতে চাননি কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী(Ananya Chakraborty)। তবে, তিনি বলেন, একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। তা সরকারের কাছে জমা দেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন স্টেট ফোরাম অব হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতি(Chandan Kr Maiti)। তিনি জানান, কোভিড(COVID19) সতর্কতা মেনে ফেব্রুয়ারির(February) দ্বিতীয় সপ্তাহ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এপ্রিলের মধ্যে ধাপে ধাপে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস যাতে চালু করা হয়, সেই দাবিও জানানো হয়েছে। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাস চালু করতে ফেব্রুয়ারি থেকে স্কুল খোলা অপরিহার্য হয়ে পড়েছে। কারণ, মার্চ থেকে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। তার আগে যদি ক্লাসই না হয়, তাহলে পরীক্ষাটিই হাস্যকর হয়ে দাঁড়াবে। বিষয়টি নিয়ে শিক্ষাদপ্তরের তরফে মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে। তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন চালুর সম্ভাবনা নিয়ে ৩ ফেব্রুয়ারি উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) একটি বৈঠকে বসতে পারেন। সেই বৈঠক ইতিবাচক এবং ফলপ্রসু হওয়ার আশা করছেন উপাচার্যরা। কারণ, প্রকাশ্যে না বললেও উপাচার্যরা স্বীকার করছেন, কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা কতটা জরুরি হয়ে পড়েছে! সেখানে তাঁরা শিক্ষামন্ত্রীর সামনে সেই প্রয়োজনীয়তার কথাই তুলে ধরবেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #School, #GOVT OF WEST BENGAL, #WB Commission For Child Protection

আরো দেখুন