রাজ্য বিভাগে ফিরে যান

অমিত শাহর বদলে স্মৃতি বা রাজনাথ? ভোটের আগে বাংলায় গুরুত্ব কম বিজেপির?

January 29, 2021 | < 1 min read

আগামীকালের পশ্চিমবঙ্গ(West Bengal) সফর স্থগিত রাখলেন অমিত শাহ(Amit Shah)। দিল্লিতে ইজরায়েল দূতাবাসের(Israel Embassy) সামনে আইইডি ব্লাষ্ট এই সিদ্ধান্তের কারণ বলে জানা যাচ্ছে। সূত্রের খবর অমিত শাহর জায়গায় রাজ্যে আসতে পারেন স্মৃতি ইরানি(Smriti Irani) বা রাজনাথ সিংহ(Rajnath Singh)।

বিরোধীপক্ষ এই খবর পেয়ে বিতর্ক উস্কে দিয়েছে। তারা বলেছে, রাজ্যে ভোটের আগে স্মৃতি ইরানি বা রাজনাথ সিংহকে যদি পাঠানো হয় তাহলে বাংলার প্রতি বিজেপির(BJP) যে গুরুত্ব কম, তা প্রকাশ পাবে ।

জানা যাচ্ছে , এই একই কারণে অমিত শাহর জায়গায় স্মৃতি ইরানি বা রাজনাথ সিংহের নাম শুনে ক্ষোভে ফুঁসছেন রাজ্য বিজেপির নেতারাও।

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেছেন, অন্য কেউ আসবেন রবিবার এর কর্মসূচিতে। কে আসবে কাল জানানো হবে। অর্থাৎ, তাঁরা জানেন না অমিত শাহর জায়গায় কাকে বসাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #Amit shah, #BJP Bengal, #rajnath singh, #Smriti Irani

আরো দেখুন