দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বোমাবাজির অভিযোগে ভাটপাড়ার দুই বিজেপি নেতা গ্রেপ্তার

January 30, 2021 | < 1 min read

বোমাবাজির অভিযোগে ভাটপাড়ার (Bhatpara) দুই বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের মধ্যে রয়েছেন ভাটপাড়া মণ্ডল-১ এর সাধারণ সম্পাদক রণবীর সিং এবং ১৯ নম্বর বুথের সভাপতি সুরেশ কৈরি। বৃহস্পতিবার রাতে তাদের দু’জনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিস। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বোমাবাজির ঘটনায় দলীয় নেতারা গ্রেপ্তার হওয়ায় বিজেপি নেতৃত্বও অস্বস্তিতে পড়েছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, তাঁদের দু’জনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

শুক্রবার সকালে ভাটপাড়ার বিজেপি (BJP) বিধায়ক পবনকুমার সিং জগদ্দল থানায় যান। তিনি পুলিসের সঙ্গে কথাও বলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, যে বোমাবাজির ঘটনায় ওই দু’জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনার সময় তারা বিধায়কের অফিসে দলীয় মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিংয়ে উপস্থিত থাকার ছবি সিসিটিভি ক্যামেরার ফুটেজও রয়েছে। বিধায়ক পবনকুমার সিং বলেন, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Bhatpara

আরো দেখুন