৭৫ লক্ষ চাকরির ভাঁওতা, অভিনেত্রীকে অপমানের পর স্কুটি বিলির ঘোষণায়ও কোনঠাসা সৌমিত্র
বিজেপিতে আবার কোনঠাসা বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ। প্রথমে তিনি চাকরির প্রতিশ্রুতি কার্ড প্রকাশ করেছিলেন ৭৫ লক্ষ যুবক-যুবতীর জন্য। তারপর ছিল অভিনেত্রীদের ‘যৌনকর্মী’ আখ্যা দেওয়া, এবং শেষমেষ স্কুটি বিলি। ইদানিং তার প্রত্যেকটি দাবি খণ্ডন করেছে রাজ্য বিজেপি। সেইসঙ্গে দল প্রায় একঘরে করেছে বলে উঠছে জোর গুজব।
গত বুধবার এক সভায় সৌমিত্র বলেছিলেন যে, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সাইকল নয়, স্কুটি উপহার দেওয়া হবে পড়ুয়াদের। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি থেকে জানানো হয়েছে দলের এমন কোনও কর্মসূচির কথা কারও জানা নেই।
গত ১৩ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং দলের যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র চাকরির প্রতিশ্রুতি কার্ড প্রকাশ করেছিলেন। সৌমিত্র জানিয়েছিলেন, ওই কার্ড নিয়ে ৭৫ লক্ষ যুবক-যুবতীর বাড়ি যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য ছিল, ‘‘বিজেপি চার মাস বাদে রাজ্যে ক্ষমতায় আসছে। তাই এখন থেকেই এ ভাবে কর্মপ্রার্থী যুবক-যুবতীদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে।’’ সৌমিত্রর ওই ঘোষণার পরে রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা ছিল, চাকরি পেতে আগ্রহী এবং তাঁদের পরিবার-পরিজনদের ভোট বিজেপি এই ভাবে সংগ্রহ করতে চায়।
সৌমিত্রর স্ত্রী সুজাতা মণ্ডল শুধু বিজেপি ছাড়েননি, সাংসদ স্বামী সৌমিত্র খাঁকেও ছেড়ে চলে গিয়েছেন। এর পরে কেঁদেকেটে সাংবাদিক বৈঠক করেছেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ। কিন্তু সংসারে ‘একলা’ সৌমিত্র এখন দলেও ‘মিত্রহীন’। তাঁর পাশে নেই দলের নেতৃত্বও।
একের পর এক ‘ভুল’ কাজের জন্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ধমকের পরেও তিনি যে শোধরাননি, তারা নজির সম্প্রতিও দেখা গিয়েছে। অভিনেত্রীদের ‘যৌনকর্মী’ আখ্যা দেওয়ায় রীতিমত রুষ্ট তার দল।