রাজ্য বিভাগে ফিরে যান

মতুয়াদের কিছু বলার নেই তাই এলেন না অমিত, দাবি মমতা ঠাকুরের

January 30, 2021 | < 1 min read

দীর্ঘদিন ধরে সারা হচ্ছিল প্রস্তুতি। কিন্তু শেষমুহূর্তে অমিত শাহর সফর বাতিল হওয়ায় মন ভেঙে গেল ঠাকুরনগরের মতুয়া (Motua) সম্প্রদায়ের। সেইসঙ্গে আছড়ে পড়ল ক্ষোভও। শনিবার ঠাকুরনগরে এসে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে মতুয়া সম্প্রদায়ের কাছে বার্তা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আইনটি পাশ হয়ে গেলেও এখনও কার্যকর করা হয়নি। সে বিষয়ে অমিত শাহ (Amit Shah) কী বলেন, তাতে তাঁদের কতটা সুবিধা হতে পারে, সেসব উত্তর পাওয়ার আশায় ছিলেন মতুয়া ভক্তরা। কিন্তু সবই বিফলে গেল।

বেলা বাড়তেই ঠাকুরনগরে তাঁরা বিক্ষোভ দেখান। এ নিয়ে তৃণমূল পরিচালিত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের (Mamatabala Thakur) স্পষ্ট দাবি, ”মতুয়াদের আর দেওয়ার কিছু নেই কেন্দ্রের তরফে। তাই মন্ত্রী এলেন না। এটা মতুয়াদের সঙ্গে বড়সড় বিশ্বাসঘাতকতা।” আক্ষেপ ঝরে পড়ল মতুয়া ভক্তদের গলাতেও।

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে তৈরি হয়েছিল হেলিপ্যাড, সভামঞ্চ। দর্শকদের জন্যও নির্দিষ্ট হয়েছিল বসার জায়গা। কিন্তু আসল সময় দেখা গেল, সবই শুনশান। সুসজ্জিত মঞ্চ ফাঁকা, খাঁ খাঁ করছে সামনের মাঠ। বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফর। ফলে শনিবার তাঁর যাবতীয় কর্মসূচি স্থগিত হয়েছে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল এই ঠাকুরনগরে মতুয়াদের সভায় অমিত শাহর যোগদান।

মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা ঠাকুরের স্পষ্ট বক্তব্য, ”মতুয়াদের দেওয়ার মতো কেন্দ্রের হাতে কিছুই নেই। তাই মন্ত্রী এলেন না। এসেই বা মতুয়াদের কী আশ্বাস দিতেন? আইনটা নিয়ে কিছুই তো ওঁদের বলার নেই। এখন সামনে ভোট। তাই নানা কথা বলছেন তাঁরা। কিন্তু কাজের বেলায় নেই। উনি না আসতে পারলে প্রতিনিধিদলকে তো পাঠাতে পারতেন। কিন্তু তাও করলেন না। এটা মতুয়াদের সঙ্গে বড়সড় বিশ্বাসঘাতকতা।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Bala Thakur, #Amit shah

আরো দেখুন