উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

গজলডোবার পথে আরওবির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

January 31, 2021 | < 1 min read

ফেব্রুয়ারির গোড়ায় উত্তরবঙ্গ সফরে এসে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামি ২ ফেব্রুয়ারি ফালাকাটায় সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কোচবিহারের হলদিবাড়ি- মেখলিগঞ্জ সংযোগকারী জয়ী সেতু, সিতাইয়ে সিঙ্গিমারি নদীর ওপর কামতেশ্বরী সেতুর উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাতে। তাছাড়া আলিপুরদুয়ারের বন্ধ বাগানের শ্রমিকদের জন্যে চা সুন্দুরী প্রকল্পে ঘরের দলিল উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি। জলপাইগুড়ির গজলডোবা- ফুলবাড়ি ক্যানেলরোডে রেল ওভারব্রীজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ফালাকাটা থেকে রিমোট টিপে ভার্চুয়াল উদ্বোধন  করবেন বলেই জানা গেছে।

তালিকায় আরো রয়েছে নিশিগঞ্জের দমকল কেন্দ্র উদ্বোধন, গজলডোবা, রায়গঞ্জের কর্ণজোড়া, বোলপুর ও গোসাবায় যুব আবাস ও কালিয়াগঞ্জে বাসস্ট্যান্ডের উদ্বোধন। আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী আরো কয়েকটি প্রকল্প উদ্বোধন করতে পারেন। ফালাকাটায় আসার আগেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

চা সুন্দরী প্রকল্পে কালচিনি ব্লকের মধ্যে সর্বপ্রথম বাড়ি পাচ্ছেন বন্ধ তোর্ষা চা বাগানের ৪৭৬ জন শ্রমিক। ফালাকাটায় মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচীতে বাড়ির দলিল তুলে দেবেন তাদের হাতে। যারা বাড়ি পাচ্ছেন শনিবার তাদের প্রত্যেকের হাতে কুপন তুলে দেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। তিনি বলেন, ‘ওই কুপন নিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে গেলে তিনি বাড়ির প্রাপকদের হাতে বাড়ির দলিল তুলে দেবেন। ব্লক প্রশাসনের তরফ থেকে ওই প্রাপকদের সরকারি অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্যে সরকারি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ওই গাড়িতেই তাদের বাড়িও পৌঁছে দেওয়া হবে’।

এদিন কুপন পেয়ে দারুন খুশি চা বাগানের শ্রমিকরা। বাগান শ্রমিক সালামি মুন্ডা বলেন, ‘আমরা কয়েক প্রজন্ম ধরে চা বাগানের শ্রমিক। কখনো ভালো পাকা বাড়িতে থাকব ভাবিনি’।  

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Mamata Banerjee

আরো দেখুন