পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো তাঁর পরিবার
বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে আগেই ছুটি ঘোষণা হয়েছে। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরেকটা ছুটি।

পণ্ডিত রঘুনাথ মুর্মুকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ায় রাজ্য সরকারেকে অভিবাদন জানালেন তাঁর পৌত্র এবং সমগ্র সাঁওতাল সম্প্রদায়। রবিবার এই কথা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এদিন টুইট করে জানানো হয়েছে।
রাজ্যে ছুটির তালিকায় যোগ হয়েছে আরও ১ ছুটি। অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর (Raghunath Murmu) জন্মদিনকে সরকারি ছুটির দিন হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সে কথা ইতিমধ্যেই জানানো হয়েছে।
১৯০৫ সালের ২৬ মে জন্মেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। সাঁওতালি ভাষাকে লিপিবদ্ধ করার জন্য অলচিকি লিপির প্রণয়ন করেছিলেন তিনি। আদিবাসী সমাজ, জঙ্গলমহল ও রাঢ়বঙ্গে তাঁর জনপ্রিয়তা সুবিদিত। তাঁর রচিত সাহিত্যও অত্যন্ত জনপ্রিয়। এহেন মানুষকে সম্মান জানাতে ছুটি ঘোষণার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে আগেই ছুটি ঘোষণা হয়েছে। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরেকটা ছুটি। স্বভাবতই রাজ্য সরকারের এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত আদিবাসী সম্প্রদায়।