দেশ বিভাগে ফিরে যান

একনজরে বাজেট: জাতীয় সড়ক নির্মাণের কাজ, বন্দর ব্যবস্থাপনাও এবার বেসরকারি হাতে

February 1, 2021 | 5 min read

এবার জাতীয় সড়ক নির্মাণের কাজ তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। শুধু তাই নয়, বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে। আজ বাজেট পেশ করতে একথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে। আর এই পদ্ধতিতে কর্মসংস্থান বাড়বে বলে মত অর্থমন্ত্রীর। একই সঙ্গে বেসরকারিকরণ করা হবে এয়ার ইন্ডিয়া, বিপিসিএল এবং পবনহংস-এর মোট সংস্থাগুলিকেও।

এ বারের বাজেট (Budget 2021) নজিরবিহীন আরও অন্তত দু’টি কারণে। এ বারই প্রথম ‘পেপারলেস বাজেট’ পেশ করছেন নির্মলা। কোভিড সংক্রমণের কারণে দেশের ইতিহাসে এই প্রথম বাজেটের কোনও নথি ছাপানো হবে না। মিলবে অনলাইনে। দ্বিতীয়ত, ১৯৫২ সালের পর এই প্রথম এমন বাজেট, যে সময় দেশে ঋণাত্মক বৃদ্ধি বা মন্দা চলছে।

বাজেটের আগে শুক্রবার সংসদে ২০২০-২১ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী। সমীক্ষায় ইঙ্গিত, দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি (Economy)। ২০২১-২২ সালে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ধরা হয়েছে ১১ শতাংশ।

এদিন বাজেট পেশ করতে গিয়ে কোন কোন খাতে সরকার কত টাকা বরাদ্দ করেছে তার বিস্তারিতভাবে জানান নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তিনি বলেন, “৬৭৫ কিমি সড়ক পশ্চিমবঙ্গে তৈরি হবে। কলকাতা-শিলিগুড়ির রাস্তা মেরামতিও এর মধ্যে আছে। পশ্চিমবঙ্গের জন্য সড়ক তৈরিতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১,১০০ কোটি টাকা বরাদ্দ জাতীয় সড়ক নির্মাণে। সড়ক উন্নয়নে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। “ যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন পরিবহণ ব্যবস্থা কাজে লাগবে বলে দাবি তাঁর। পাশাপাশি ৩০ হাজার নতুন বাস রাস্তায় নামবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

নির্মলা সীতারমণ জানান, ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ করা হয়েছে। রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে। রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি হবে। মেট্রো লাইট, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালু হবে। নাসিকেও মেট্রো রেল তৈরি হবে। বিদ্যুত্ সরবরাহের একের বেশি সংস্থাকে বন্টনের দায়িত্ব দেওয়া হবে।

এদিন অর্থমন্ত্রী বলেন, জাপান থেকে জাহাজ ভারতে এনে পুনর্নিমাণ হবে। তাতে অন্তত ১.৫ লক্ষ কর্মসংস্থান হবে। বড় বন্দরগুলির ব্যবস্থাপনায় থাকবে বেসরকারি সংস্থা। এই খাতে সরকার কিছু ভর্তুকি দেবে।

কোভিডের প্রতিষেধকের (Covid Vaccine) জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সবমিলিয়ে স্বাস্থ্য খাতে খরচ ১৩৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব। মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দ করছে সরকার।

দেখে নিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যের সারাংশ:

• স্টার্ট আপগুলিকে আরও একবছর কর ছাড়

• দেরিতে ইপিএফ জমাদেওয়ার বিরুদ্ধে সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা

• জিএসটি আদায় সরল করা হবে

• মোবাইল ফোনের যন্ত্রাংশে ২.৫ শতাংশ আমদানি শুল্ক

• টানেল বোরিং মেশিনের যন্ত্রাংশে শুল্ক ছাড়

• সোনা-রুপোয় আমদানি শুল্ক পর্যালোচনা

• ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত গৃহঋণের সুদে ১.৫ পর্যন্ত কর ছাড়

• জিএসটি খাতে রেকর্ড টাকা সংগ্রহ হয়েছে

• পরিযায়ী শ্রমিকদের স্বল্প ভাড়ায় ঘর দেওয়ার পরিকল্পনা

• দেরিতে পিএফ-এর টাকা জমা করলে টাকা যাবে না

• ৭৫ বা তার বেশি বয়সি যাঁরা পেনশন পান ও ব্যাঙ্কের সুদের উপর নির্ভর করেন, তাঁদের আইটি রিটার্ন করতে হবে না। শেয়ার ডিভিডেন্ট থেকে কাটা হবে না টিডিএস

• করদাতাদের উপর যথাসম্ভব কম চাপ দিতে হবে

• ৭৫ বা তার বেশি বয়স হলে আয়করে সম্পূর্ম ছাড়

• সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন। মহিলারাও এই সুবিধা পাবেন। নাইট শিফ্‌টে কাজ করতে পারবেন মহিলারা। তবে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

• আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতি ডিডিপি-র ৬.৮ শতাংশ করার পরিকল্পনা

• ২০২০-’২১ অর্থবর্ষে -রাজস্বে ঘাটতি হয়েছে ডিডিপির ৯.৫ শতাংশ

•বাংলা ও অসমের চা শ্রমিকরা উপকৃত হবেন, বিশেষ করে নারী ও শিশুরা

• চা শ্রমিকদের কল্যাণে ১ হাজার কোটি বরাদ্দ

• গগনযান মিশনে রাশিয়ায় ট্রেনিং ৪ মহাকাশচারীর

• সৈনিক স্কুল হবে পিপিপি মডেলে

• জাতীয় অনুবাদ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। যাতে সরকারি নথি সব প্রাদেশিক ভাষায় পড়া যায়

• আদিবাসী এলাকায় ৭৫০ নয়া একলব্য মডেল স্কুল

• ১৫ হাজার স্কুলে বরাদ্দবৃদ্ধি। পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ

• মাছ ধরার জন্য ৫টি নতুন বন্দর

• উজ্জ্বলা যোজনার আওতায় গরিব পরিবারে এলপিজি

• ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১৫ হাজার ৭০০ কোটি

• গ্রামীণ পরিকাঠামো তহবিলে ৪০ হাজার কোটি

• গম আর ডাল জাতীয় শষ্যে বাড়ল ন্যূনতম সহায়ক মূল্য

• জাতীয় শিক্ষানীতির আওতায় ১৫ হাজার স্কুলের উন্নয়ন

• ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১৫ হাজার ৭০০ কোটি

• উজ্জ্বলা যোজনা গরিব পরিবারে এলপিজি

• মাছ ধরার জন্য ৫টা নতুন বন্দর

• গ্রামীণ পরিকাঠামো তহবিলে ৪০ হাজার কোটি

• ১৫ হাজার স্কুলে বরাদ্দবৃদ্ধি

• জনজাতি এলাকায় ৭৫৮টি নতুন স্কুল

• ৩৫ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য

• লেহ্-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব

• তৈরি হবে উচ্চশিক্ষা কমিশন

• জম্মু-কাশ্মীরে গ্যাসলাইন প্রকল্প

• অলাভজনক সংস্থা বিক্রির পরিকল্পনা

• ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ কৃষকদের জন্য

• কৃষিক্ষেত্রে ২০২২-এর মধ্যে কৃষকদের ঋণ বরাদ্দ বেড়ে ধার্য ১৬.৫ লক্ষ কোটি

• কৃষক কল্যাণে বদ্ধপরিকর সরকার

• গমের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ কৃষকদের জন্য, ৪৩.৬ লক্ষ কৃষক উপকৃত হবেন

• ২০২০-২১ সালে কৃষকদের ৭৫ হাজার ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের

• বিপুল পরিমাণ জমি পড়ে কয়েছে, বিক্রি করতে হবে রাজ্যগুলিকে

• এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ ২০২২ সালে

• ১.৯৭ লক্ষ কোটি প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমে

• ১.১০,০৫৫ কোটি রেল খাতে বরাদ্দ

• এলআইসি-র শেয়ার খোলা বাজারে কেনা যাবে

• সরকারি ব্যাঙ্কে পুনরুজ্জীবন খাতে ২০ হাজার কোটি

• ছোট কোম্পানি এবং স্টার্ট আপ সংস্থাগুলিকে উৎসাহ দেওয়ার জন্য কোম্পিনজ অ্যাক্টে সংশোধন আনা হবে

• বিমা রাশি ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হল

• ব্যাঙ্কে ফিক্সড ডিপোডিটে সুরক্ষা বিমা

• বিমা সংস্থায় ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ, আগে যা ছিল ৪৯ শতাংশ

• সেবি আইনে পরিবর্তন করা হবে, পরিবর্তন বিমা আইনেও

• জাপান থেকে জাহাজ এনে পুনর্নিমাণ করা হবে, তাতে দেড় লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, ভর্তুকি দেওয়া হেব জাহাজ সংস্থাগুলিকে

• সৌরশক্তি খাতে আরও ১ হাজার কোটি টাকা বরাদ্দ

• বিদ্যুৎ সরবরাহে বণ্টনের দায়িত্ব একাধিক বেসরকারি সংস্থাকে

• বন্দর ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থা

• মেট্রো-লাইড এবং মেট্রো নিউ, দু’টি নতুন প্রকল্প

• তামিলনাড়ুতে সাড়ে ৩ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাব

• ৬০০ কিলোমিটার মুম্বই-কন্যাকুমারী করিডর

• খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর নির্মাণ করা হবে

• ৬৭৫ কিলোমিটার সড়ক তৈররি লক্ষ্য বাংলায়

• কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার, পশ্চিমবঙ্গের রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ২৫ হাজার কোটি টাকা

• জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে

• রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয়

• এ ক্ষেত্রে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবেন

• ৩ বছরে ৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে

• উন্নত পরিকাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ঋণের পরিকল্পনা

• ২০টি বড় শহরে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে

• স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে খরচ আরও বাড়ানোর প্রস্তাব

• উৎপাদন শিল্পের জন্য ১৩টি জায়গা চিহ্নিত করা হবে

• উন্নত মানের জামাকাপড় তৈরি করতে টেক্সটাইল পার্ক তৈরি করা হবে

• কোভিড প্রতিষেধকের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা

• ১ লক্ষ ৪১ হাজার কোটি বরাদ্দ স্বচ্ছ ভারত অভিযানে

• পরিবেশ রক্ষায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ়

• পুরনো গাড়ি দ্রুত বাতিল করা হবে়

• শিশুদের পুষ্টিকরণে বিশেষ গুরুত্ব, গ্রামাঞ্চলে ১৭ হাজার স্বাস্থ্যকেন্দ্রকে পুনরুজ্জীবিত করা হবে

• সমস্ত জেলায় স্বাস্থ্য ল্যাবরেটরি গড়ে তোলা হবে

• কম বয়সিদের জন্য নতুন সম্ভাবনা তৈরির পরিকল্পনা

• কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধপরিকর সরকার

• ধারাবাহিক বৃদ্ধির চেষ্টা থাকবে বাজেটে

• সরকার যে আত্মনির্ভর প্রকল্প ঘোষণা করেছে, তা জিডিপি-র ১৩ শতাংশ

• ৬ বছরে এই টাকা খরচ হবে

• স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে ৬৪ হাজার ১৮০ কোটির প্যাকেজ

• অতিমারি সামাল দিতে প্রতিষেধক তৈরি করেছি আমরা, আরও দু’টি প্রতিষেধক আসছে

• করোনা কালে ২৭ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক

• অতিমারি সামাল দিতে প্রতিষেধক তৈরি করেছি আমকা

• ৮০ কোটি মানুষ নিখরচায় রেশন পেয়েছেন

• সরকার বেসকারিকরণের কথা বলেছে

• পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রকল্প চালু করেছেন

• ৪০ কোটি কৃষক ও প্রবীণ টাকা পেয়েছেন

• অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এি বাজেট

• এই কঠিন পরিস্থিতিতেও রেলওয়ের মতো যাঁরা কাজ করে গিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।

• অনেক রাজ্যই পর্যুদস্ত, অনেকের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #Budget 2021

আরো দেখুন