← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
নন্দীগ্রামে নতুন প্রার্থী বিজেপির? মমতার বিরুদ্ধে দাঁড়াতে ভয় পেলেন শুভেন্দু? জোর জল্পনা
অনেকেই ধরে নিয়েছিল নন্দীগ্রাম বিধানসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী লড়াই হচ্ছে। কিন্তু জানা যাচ্ছে, নন্দীগ্রামে নিজে না দাঁড়িয়ে একটি ‘চমক’ দিতে চান শুভেন্দু। চমকের নাম— দিব্যেন্দু অধিকারী। সেই মর্মে তিনি ইতিমধ্যেই অমিত শাহের কাছে দরবার করেছেন। মমত্র বিরুদ্ধে দাঁড়ানো নিয়ে অনেক হাঁকডাক করেছেন শুভেন্দু। কিন্তু আদতে, দাঁড়ালে হার নিশ্চিত জেনেই প্রাথী বদল, মনে করছেন অনেকে।
সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি-র প্রার্থী হয়ে লড়তে দেখা যেতে পারে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দুকে। রাজ্য বিজেপি সূত্রে তেমনই খবর আসছে। তবে পাশাপাশিই বলা হচ্ছে, এখনও এই পরিকল্পনা চূড়ান্ত নয়।
প্রসঙ্গত, দিব্যেন্দু এখনো তৃণমূল দল বা সাংসদ পদ থেকে ইস্তফা দেননি।