বিজেপির রথযাত্রা বন্ধ করতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের আইনজীবীর

একুশের নির্বাচনের কথা মাথায় রেখে এমাসে রাজ্যজুড়ে ৫টি ‘পরিবর্তন রথযাত্রা’-র আয়োজন করেছে বিজেপি।

February 3, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বিজেপির রথ যাত্রা(BJP Rath Yatra) রুখতে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court ) একটি মামলা করলেন আইনজীবী রামাপ্রসাদ সরকার(Ramaprasad Sarkar)। মামলায় যুক্তি দেখানো হয়েছে, রাজ্যজুড়ে ওই রথযাত্রায় আইনশৃঙ্খলার অবণতি হতে পারে, বাড়তে পারে সাম্প্রদায়িক উত্তেজনা। পাশাপাশি রাজ্যে এখনও করোনা সম্পূর্ণ নির্মূল হয়নি। তাই রথযাত্রায় জনসমাগমে করোনা সংক্রমণও ছড়াতে পারে। মামলার পার্টি করা হয়েছে কেন্দ্র, রাজ্য ও বিজেপিকে। এনিয়ে আগামিকাল শুনানি হতে পারে।

একুশের নির্বাচনের কথা মাথায় রেখে এমাসে রাজ্যজুড়ে ৫টি ‘পরিবর্তন রথযাত্রা’-র আয়োজন করেছে বিজেপি। আগামী শনিবার নবদ্বীপ থেকে ওই রথযাত্রার সূচনা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। তার আগেই রথযাত্রা রুখতে মামলা হল কলকাতা হাইকোর্টে।

অন্যদিকে এদিনই বিজেপিকে চিঠি দিয়ে নবান্ন জানিয়ে দিল রথযাত্রার জন্য অনুমতি নিতে হবে স্থানীয় প্রশাসনের কাছে থেকে। বাংলায় মোট ৫টি রথযাত্রা করার কথা ঘোষণা করেছে বিজেপি। আগামী ৬ ফেব্রুারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ওই রথযাত্রার জন্য দলের তরফে রথযাত্রার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি পাওয়ার পরই আজ নবান্নর তরফে পাল্টা চিঠি দেওয়া হয়েছে প্রতাপবাবুকে। চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, যে যে এলাকা দিয়ে রথযাত্রা যাবে সেখানকার প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। সমস্ত আইন মেনেই কর্মসূচি করতে হবে।

আগে থেকেই ঠিক ছিল রাজ্যের ৫টি জোন থেকে ৫টি পরিবর্তন রথযাত্রা বের হবে। এর জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। আগামী ৬ তারিখ নবদ্বীপ থেকে নাড্ডাজির হাত দিয়ে প্রথম রথযাত্রার উদ্বোধন হবে। ফের তিনি আসবেন ৯ তারিখ। সেদিন ২টি যাত্রার সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন ১১ ফেব্রুয়ারি। কোচবিহার থেকে তিনি একটি রথযাত্রার সূচনা করবেন। শেষ যাত্রাটি হবে কাকদ্বীপ থেকে। এক একটি যাত্রা চলবে ২৫-৩০ দিন ধরে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে রথযাত্রার করতে চেয়েছিল বিজেপি। তার অনুমতি দেয়নি রাজ্য সরকার। এনিয়ে মামলা গড়ায় আদালতে। সরকারের দাবি ছিল, রথযাত্রা হলে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে। তবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যে চালু হয়ে যাবে মডেল কোড অব কনডাক্ট। সেক্ষেত্রে রথযাত্রার অনুমতি মেলে কিনা সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen