কলকাতা বিভাগে ফিরে যান

কেমন কাটলো কোয়ারান্টিন, জানালেন সুস্থ হয়ে ওঠা করোনা আক্রান্ত তরুণী

April 3, 2020 | < 1 min read

রাজ্যে করোনায় যে তিনজন সুস্থ হয়ে ফিরেছেন তাদের মধ্যে বছর ২৪ –এর এই তরুণী অন্যতম। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। দেশে ফেরার পরেই তার শরীরে করোনা সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসে। টানা দু সপ্তাহের চিকিৎসার পর মনামি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অবশেষে।

এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তরুণী তার হাসপাতালে থাকাকালীন অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, দেশে ফেরার দিন থেকেই জ্বর হয়েছিল তাঁর। কলকাতা এয়ারপোর্টে পৌঁছতেই কলকাতা পুলিশ তাকে পরীক্ষার জন্যে পাঠায়। পরদিন রিপোর্ট পজিটিভ এলে তাকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়।

বেলেঘাটা আইডি হসপিটাল, ছবি সৌজন্যেঃ টেলিগ্রাফ

তরুণী জানান থাকার জন্যে আলাদা ভালো ঘর দেওয়া হয় তাঁকে। সাথে আলাদা বাথরুমও ছিল। ডাক্তারদের নির্দেশ ছিল সে যেন সবসময় মাস্ক পড়ে থাকে। সে আরো জানায় তাকে ডাক্তাররা মোবাইল ব্যবহারের অনুমতি দেয় তাঁকে। খবরের কাগজও পাঠানো হত নিয়মিত। ডাক্তাররা সবসময় তাকে অনুপ্রেরণা দিত বলে জানান সেই তরুণী।

রাজ্যের ডাক্তারদের ধন্যবাদ দিয়ে তরুণী জানান প্রথমে এই রোগ নিয়ে প্রথমে তিনি বেশ আতঙ্কে ছিলেন। কিন্তু ডাক্তারদের অনুপ্রেরণা এবং অক্লান্ত পরিশ্রমে এখন তিনি পুরোপুরি সুস্থ। তিনি এও বলেন যে ডাক্তাররা নিজেদের জীবন বাজি রেখে এই রোগের সাথে দিনরাত এক করে লড়ছেন এবং সেই কারণে তাদের কুর্নিশ জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Update, #West Bengal, #Kolkata, #CoronaAlert

আরো দেখুন