দেশ বিভাগে ফিরে যান

সংসদে বক্তব্য রাখার সময় মৃত কৃষকদের শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন তৃণমূলের

February 4, 2021 | < 1 min read

রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ভাষণে হয়ত ইতিহাস সৃষ্টি করল তৃণমূল কংগ্রেস। দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের মধ্যে যারা মারা গেছেন, তাদের প্রতি শোকজ্ঞাপন করতে ১ মিনিটের নীরবতা পালন করল তৃণমূলের সাংসদরা।

আজ সকালে সাংসদ ডেরেক ও’ব্রায়েন ছিলেন তৃণমূল থেকে মনোনীত বক্তা। তিনি ডেপুটি চেয়ারম্যানের কাছ থেকে ১ মিনিট সময় চেয়ে নিয়ে দলের অন্যান্য সাংসদদের আবেদন করেন। দেখা যায় বিরোধীপক্ষের অনেক সাংসদই উঠে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

উল্লেখ্য বিষয়টি হল, সংসদে শোকজ্ঞাপন বা নীরবতা পালন কোনও নতুন জিনিস নয়। কিন্ত তার প্রস্তাব বরাবরই আসে চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের কাছ থেকে। সরকারপক্ষ অবশ্য আগেই জানিয়েছেন, কৃষকমৃত্যু নিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #tmc, #Derek O Brien, #farmers

আরো দেখুন