রাজ্য বিভাগে ফিরে যান

আজ ‘গরিবের বাজেট’ পেশ করবেন মমতা

February 5, 2021 | 2 min read

আজ, শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি অবশ্য নতুন নয়। এর আগে জ্যোতি বসুও মুখ্যমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেছিলেন। তখন অবশ্য অর্থমন্ত্রী কেউ ছিলেন না। রাজনৈতিক মহলের অনুমান, আসন্ন বিধানসভা (West Bengal Assembly Election 2021) ভোটকে মাথায় রেখে এই বাজেটে কিছু জনমুখী প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। থাকতে পারে চমকও। গরিব মানুষের দিকে তাকিয়েই যে বাজেট হবে, আলিপুরদুয়ারের সভায় তার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২১-২২ আর্থিক বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তিনি। তবে বিধানসভা ভোট থাকায় ৩০ জুন পর্যন্ত খরচের অনুমোদন করিয়ে নেওয়া হবে।

এদিকে, মুখ্যমন্ত্রীর এই বাজেট ভাষণকে কেন্দ্র করে বিরোধী বাম ও কংগ্রেস (Congress) শিবিরও নজির তৈরি করতে চলেছে। তারা এই ভাষণ পর্ব বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, তৃণমূল সরকারের জমানায় রেকর্ড সংখ্যক কম দিনের অধিবেশন হয়েছে। সেই সঙ্গে বিরোধীদের অধিকার প্রতি পদে খর্ব করা হয়েছে। নজির তৈরি করে এবার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ পর্ব বাদ দিয়েছে শাসকপক্ষ। এর ফলে সরকারের মেয়াদ শেষ হওয়ার সময়ও বিরোধীদের আলোচনার কোনও সুযোগই থাকছে না। তবে পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী তাপস রায় (Tapas Roy) ইতিমধ্যেই বিরোধীদের মুখ্যমন্ত্রীর বাজেট ভাষণ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বাজেট ভাষণ পড়ার বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকার এদিন প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন। শুক্রবার দুপুরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বাজেট পেশ ও অধিবেশনের সূচি নিয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বাম-কংগ্রেস সেই বৈঠকও বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তবে সংখ্যায় কম হলেও শাসক শিবিরের মাথাব্যথা বিজেপিকে (BJP) নিয়ে। এর আগে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে সর্বদলীয় প্রস্তাব নিয়ে আলোচনা পর্বে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিজেপি’র কয়েকজন বিধায়ক ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। এতে মুখ্যমন্ত্রী প্রবল বিরক্ত হন। বাজেট বক্তৃতার সময় এই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না অধ্যক্ষ। যদিও বিজেপি পরিষদীয় দল আজ কী ভূমিকা নেবে, তা বৃহস্পতিবার রাত পর্যন্ত খোলসা করেনি। পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলেন, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিল্লিতে রয়েছেন। তাঁর সঙ্গে আলোচনা করে আমরা কৌশল চূড়ান্ত করব।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Budget

আরো দেখুন