মোদির কর্মসূচির জন্য ১৮-র আগে নির্বাচনের ঘোষণা নয়? বিতর্ক

ইতিমধ্যেই বাংলা এবং অসমে ঘুরে ভোটপ্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ।

February 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

১৮ ফেব্রুয়ারির আগে সম্ভবত হচ্ছে না রাজ্যের ভোট ঘোষণা। কমিশন (Election Commission) সূত্রের খবর, ১৮ তারিখ সন্ধেবেলা বা তার পরে যে কোনও দিন বাংলা-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।

ইতিমধ্যেই বাংলা এবং অসমে ঘুরে ভোটপ্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। এই দুই রাজ্যের সমস্ত জেলাশাসক, প্রশাসনিক কর্তা এবং রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকরা। কোভিডের (COVID-19) জন্য নিযুক্ত নোডাল অফিসার অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা হয়েছে নির্বাচন কমিশনারদের। রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলে গিয়ে ভোটের নিরাপত্তা নিয়ে দিল্লিতে পর্যালোচনা বৈঠকও সেরে ফেলেছে কমিশন। এক কথায়, উত্তরপূর্বের দুই রাজ্যের নির্বাচনের সমস্ত প্রস্তুতিই মোটামুটি সারা।

রাজনৈতিক মহলের ধারণা, আগামী ১৮ ফেব্রুয়ারি সরকারি কর্মসূচিতে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। ভোট ঘোষণা হয়ে গেলে যা সম্ভব হবে না। সেকারণেই নির্বাচন ঘোষণায় কমিশনের এই ঢিলেমি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen