আজ রাজ্যসভায় শপথ নিলেন বাংলার আরও এক সাংসদ। জেনে নিন কে তিনি
এক বছর আগে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শপথ নেওয়া হয়নি। রাজ্যসভার (RajyaSabha)অফিস থেকে বার্তা আসে সুব্রতের(Subrata Bakshi) কাছে। আজ সকাল ৯টায় শপথ নিলেন সুব্রতবাবু। শপথ নেবার পর, দলের পক্ষ থেকে রাজ্ সভার ডেপুটি লিডার(Deputy Leader) হয়ে কাজ সামলাবেন তিনি।
গত বছর ১৮ মার্চ রাজ্য থেকে নির্বাচিত পাঁচ সাংসদের মধ্যে সুব্রত বক্সি ছিলেন অন্যতম। ওই দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের চার ও বামফ্রন্টের একজন সাংসদ নির্বাচিত হন। চলতি অধিবেশন শেষ হওয়ার আগে তাঁর শপথগ্রহণ প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছিল তৃণমূলের রাজ্যসভার পরিষদীয় দলকে।
কেন এতদিন ধরে রাজ্যসভায় নির্বাচিত হয়েও শপথ নেননি? করোনাভাইরাসের কারণে পরিস্থিতি স্বাভাবিক ছিল না। দলের রাজ্য সভাপতি হিসেবে সুব্রত সাংগঠনিক ও রাজনৈতিক কাজেও ব্যস্ত ছিলেন। সব মিলিয়ে তাঁর শপথগ্রহণ পিছিয়ে গিয়েছিল।