মালদায় সিল্ক পার্কের উদ্বোধন, খুশি রেশম ব্যবসায়ীরা
মালদার মধুঘাট এলাকায় সিল্ক পার্কের(Silk Park) ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধিরা এবং রাজ্যসভার সাংসদ মৌসম নুর(Mausam Noor)। মালদহের রেশম শিল্প একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল। বিপুল চাহিদা ছিল মালদহের রেশমজাত সামগ্রীর। কিন্তু পরবর্তীতে সরকারি আনুকূল্য এবং আধুনিকীকরণের অভাবে ক্রমশ পিছিয়ে পড়েন মালদহের রেশম ব্যবসায়ীরা। দাবি ওঠে মালদহের রেশম শিল্পের পুনরুজ্জীবনের। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই মালদহে সিল্ক পার্ক তৈরির উদ্যোগ শুরু হয়। সেই পার্কটিই এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, এই সিল্ক পার্ক থেকে রেশম শিল্পের সঙ্গে যুক্ত অনেক মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যেই তৈরি হওয়া ৩০টি ঘরের মধ্যে ১৭টির বুকিং হয়ে গিয়েছে। এরপরে ওই সিল্ক পার্কে যাঁরা প্লট নিতে আগ্রহী তাঁদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে। রাজ্য সরকারের শিল্পদপ্তরের পক্ষ থেকে তাঁরা বেশকিছু সুযোগ সুবিধা পাবেন। শুধু রেশমের কাপড় বোনাই নয়, এই পার্কে সুযোগ থাকবে ডিজাইন তৈরিরও। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দু’টি ব্লক তৈরি করা হয়েছে। বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে। আগামীতে রেশম ব্যবসায়ীরা নিজস্ব সমবায় তৈরি করে ফেললে এই সিল্ক পার্ক থেকে তাঁরা আরও বেশি উপকৃত হবেন বলেই ধারণা প্রশাসনিক কর্তাদের। ককুন থেকে রেশমের সুতো বের করাও হবে এই পার্কেই। পুরো বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মালদহের রেশম ব্যবসায়ীরা। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, সিল্ক পার্ক আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। তার বাস্তবায়ন হওয়ায় আমরা খুশি।