তৃণমূলে ফিরবে ৫ বিধায়ক, যোগ দেবে বিজেপির ৭ সাংসদ, চাঞ্চল্যকর দাবি জ্যোতিপ্রিয়র

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প রাজনীতির রাস্তা নেই।

February 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঘরে ফিরবে তৃণমূল(TMC) ত্যাগী ৫ বিধায়ক, তৃণমূলে যোগ দেবেন বিজেপির(BJP) ৭ সাংসদ, এই চাঞ্চল্যকর দাবি করলেন উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriyo Mallick)। গতকাল উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃহৎ মেগা পাওয়ারলুম কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি।

বিধানসভার অধিবেশন এর অন্তিম দিনে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চেম্বারে গিয়ে একান্ত বৈঠক করেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা বনগাঁ উত্তর এবং নোয়াপাড়ার ২ বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এবং সুনীল সিং।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির ২ বিধায়কের সাক্ষাতের প্রসঙ্গে মন্ত্রী বলেন, “ওনারা গিয়েছিল কী জন্য সেটা নিয়ে এখন কিছু বলতে চাই না, তবে কিসের ইঙ্গিত বুঝে নিন। মে মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে তৃণমূলে যোগ দেবেন বিজেপির ৭ সাংসদ ও তৃণমূল ত্যাগী ৫ বিধায়কই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই হবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প রাজনীতির রাস্তা নেই।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen