মন ভোলানো বুলি নয়, সিএএ নিয়ে অমিতের সুস্পষ্ট বার্তা চায় মতুয়া সম্প্রদায়
মন ভোলানো বুলি নয়, সিএএ নিয়ে অমিতের সুস্পষ্ট বার্তা চায় মতুয়া সম্প্রদায় ? বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে তা স্পষ্ট ভাবে জানতে চায় ঠাকুরনগর।
বৃহস্পতিবার ঠাকুরনগরে (Thakur Nagar) সারা ভারত মতুয়া (Matua) মহাসঙ্ঘের সভায় যোগ দেওয়ার কথা অমিতের। সে জন্য বাঁধা হয়েছে মঞ্চ। সেই প্রস্তুতি বুধবার খতিয়ে দেখেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সঙ্গে ছিলেন বনগাঁর বিজেপি (BJP) নেতা তপন সিংহ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের ‘গড়িমসি’র জেরে নাগরিকত্বের প্রশ্নে ‘মন্থন’ চলছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। তাই অমিত-বার্তার অপেক্ষায় অধীর আগ্রহে মতুয়া সমাজ।
নাগরিকত্বের প্রশ্নে এই সম্প্রদায়ের একটা বড় অংশের ‘ধৈর্য’ কিনারায় পৌঁছেছে, তা-ও মানছেন অনেকে। সেই ‘উথালপাথাল’ আঁচ করতে পেরেই এ দিন শান্তনুর বার্তা, ‘‘এর আগে কেউ সিএএ নিয়ে ভাবেননি। মতুয়ারা এই দাবি দীর্ঘ দিন ধরেই জানিয়ে আসছে। আগামিকাল স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) তাঁর ভাষণে সিএএ নিয়ে তাঁদের অবস্থান আরও স্পষ্ট করে দেবেন।’’
শান্তনুর এই বার্তা ‘শ্যাম’ এবং ‘কুল’ দুই ধরে রাখার দ্বন্দ্বকে স্পষ্ট করে তুলেছে বলেও পর্যবেক্ষকদের কারও কারও মত। ঠিক এই জায়গাতেই ‘কামড়’ বসিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার ঠাকুরনগর সফরকালে সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা দেওয়ার সম্ভাবনা। কিন্তু এমনটা বাস্তবে আদৌ ঘটবে কি না তা নিয়ে ঘোরতর সন্দেহপ্রকাশ করছে বনগাঁর তৃণমূল শিবির। প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের মতে, ‘‘অমিত শাহ রাজনৈতিক সভা করতে আসছেন। উনি সিএএ নিয়ে কিছুই বলবেন না। কারণ উনি জানেন, এটা কখনই করতে পারবেন না।’’