রাজ্য বিভাগে ফিরে যান

বাড়িতে ফটোসেশন, খাওদাওয়া করে বিমুখ লকেট, পরিবারের প্রাণ বাঁচালো স্বাস্থ্য সাথী

February 11, 2021 | 1 min read

তার বাড়িতে বিজেপির(BJP) নেতা নেত্রীদের নিয়ে ধুমধাম করে খাওয়া-দাওয়া করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। হয়েছিল ফটোসেশন। কিন্তু গুরুতর অসুখে আক্রান্ত হওয়ার পরে বারংবার বিজেপি সাংসদ লকেট এর কাছে সাহায্য চেয়েও মেলেনি আশ্বাস।

শেষ পর্যন্ত পাশে দাঁড়ালো মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। স্বাস্থ্য সাথী কার্ড এর সহযোগিতায় হুগলিতে কয়েক ঘণ্টার মধ্যে জটিল অস্ত্রোপচার হল এক মহিলার

সেই বাড়ির এক গৃহবধূ বেশ কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কোন রকম সহযোগিতার হাত বাড়ায়নি হুগলির সাংসদ এমনই অভিযোগ করলেন হুগলির গোন্দল পাড়ার বাসিন্দা পি আনন্দ রাও। তবে স্বাস্থ্য সাথীর কার্ডের (Swasthya Sathi CArd) সহযোগিতায় ওই গোন্দল পাড়ার বাসিন্দা পি আনন্দ রাও এর স্ত্রী পি লতা রাও এর যে গুরুত্বপূর্ণ অপারেশন হয়েছে তা স্বীকার করলেন সকলের সামনে পি আনন্দ রাও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া স্বাস্থ্য সাথী কার্ড এর সহযোগিতায় আমার স্ত্রীর বড় অপারেশন করাতে পেরেছি।”

তার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি তার বাড়িতে এসেছিলেন তবু তিনি কোনো রকম সহযোগিতা করেননি । তার কাছ থেকে কোন সহযোগিতা না পাওয়া সত্বেও রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্য সাথী কার্ডে গত ৮ ই ফেব্রুয়ারি অঙ্কুর হসপিটালে ভর্তি হন পি লতা রাও। তারপরের দিনই অর্থাৎ ৯ ই ফেব্রুয়ারি মঙ্গলবার তার গুরুত্বপূর্ণ অপারেশন করা হয। সুস্থ রয়েছেন পি লতা রাও।

প্রসঙ্গত, ২০২০ সালের ৫ই ডিসেম্বর পি আনন্দ রাও এর বাড়িতে গিয়ে দলীয় নেতাদের নিয়ে ভুরি ভোজ খেয়ে ছিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। কিন্তু তিনি বিপদে পাশে না থাকায় ক্ষুব্ধ পি আনন্দ রাও ও তার পরিবারের লোকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Locket Chatterjee, #swasthya sathi card

আরো দেখুন