কলকাতা বিভাগে ফিরে যান

মিমি চক্রবর্তীর জন্মদিনে দেখুন তাঁর ছোটবেলার এই ছবি

February 11, 2021 | 2 min read

বত্রিশে পড়লেন মিমি চক্রবর্তী। জন্মদিনে ভাইরাল হতে শুরু করেছে মিমি চক্রবর্তীর বিভিন্ন ছবি। কখনও বাবা, মায়ের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় মিমিকে, আবার কখনও স্কুলের পোশাক পরে ছবি শেয়ার করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রীকে।

বাবার সঙ্গে যেমন ছোটবেলার ছবি শেয়ার করতে দেখা যায় মিমিকে, তেমনি বড় হওয়ার পরও মা-বাবার সঙ্গে কাধে কাধ মিলিয়ে ছবি তুলতে দেখা যায় নায়িকাকে।

বর্তমানে যাদবপুর লোকসভা কেন্দ্রের কাজের পাশাপাশি বিভিন্ন ছবির শ্যুটিংও শুরু করেছেন মিমি চক্রবর্তী। সিনেমার পাশাপশি মিমি বর্তমানে নিজের অ্যালবামের কাজও শুরু করেছেন।

অ্যালবামের শ্যুটিং করতে গিয়ে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগণাতেও যেতে দেখা যায় মিমি চক্রবর্তীকে। অভিনেত্রীর যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

এদিকে ৩২-এ পড়লেও মিমি আপাতত টলিউডের অন্যতম ‘সিঙ্গল’ নায়িকা। কবে তিনি গাঁটছড়া বাঁধবেন এবং কার সঙ্গে পরবর্তী জীবন ভাগাভাগি করে নেবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি

TwitterFacebookWhatsAppEmailShare

#happy birthday, #childhood pics, #mimi chakraborty

আরো দেখুন