রাজ্য বিভাগে ফিরে যান

‘খেলা হবে’ স্লোগানে সরগরম বাংলার নির্বাচন

February 12, 2021 | 2 min read

সবারই স্লোগান ‘খেলা হবে’ জয় সাহা খেলা হবে! দেড় বছর আগে লোকসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) সময় ‘আর না, আর না’ স্লোগানটি কার, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল যুযুধান রাজনৈতিক দলগুলির মধ্যে। সামনেই বিধানসভা ভোট। তার আগে ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগানটির কপিরাইট ঘিরে ফের দড়ি টানাটানির খেলা চলছে। ঘটনা হল, রাম-বাম, গেরুয়া-সবুজ- রাজ্যের প্রথম সারির অনেক নেতা-নেত্রীর মুখেই উঠে আসছে এই স্লোগান। সবার মুখেই একটাই রা, ‘খেলা হবে খেলা হবে।’ তাই দেখে অনেকের আবার সহাস্য কটাক্ষ, জনতা টিকিট কেটে বসে পড়েছেন গ্যালারিতে।

ভোটের ময়দানে এ বার খেলবেন নেতারাই! বৃহস্পতিবারের কথাই ধরা যাক। বাম ছাত্র-যুবদের মিছিল থেকে যেমন এই স্লোগান উঠেছে, তেমন এদিনই আবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখেও এই স্লোগানের রেশ শোনা গিয়েছে। এদিন উত্তীর্ণ সভাঘরে এক সভায় মমতা বলেন, ‘হয়ে যাক খেলা। রাজনীতির খেলা। গণতন্ত্রের খেলা। দেখা যাক কে হারে কে জেতে। আপনারা থাকবেন। সঙ্গে সিপিএম, কংগ্রেসকেও দিয়ে দিলাম।

https://www.facebook.com/DebangshuBhattacharyaOfficial/videos/416616039769403

ব্রিগেডে এক দিকে জগাই, মাধাই আর গদাই। অন্য দিকে আমি। আমি গোলরক্ষক। দেখি ক’টা গোল আপনারা দিতে পারেন!’ স্লোগানটি কার তৈরি তা নিয়ে কিঞ্চিৎ দড়ি টানাটানি রয়েছে শাসকদলের অন্দরেও। তৃণমূলের ছাত্র-যুব সংগঠন সূত্রের দাবি, জানুয়ারি মাসে উত্তরবঙ্গের একটি সভায় এই স্লোগান তুলে ছড়া কাটতে দেখা যায় তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে। পরে দেবাংশু ফেসবুকে একট কবিতা লেখেন। যার প্রথম স্তবকটি হল, ‘বাইরে থেকে বর্গী আসে, নিময় করে প্রতিমাসে/ আমিও আছি, তুমিও রবে/ বন্ধু এবার খেলা হবে।’ ইদানিং অবশ্য ডিজে বাজিয়ে সেই গানে তৃণমূলের নানা সভায় উল্লাস করতে দেখা গিয়েছে শাসকদলের কর্মীদের। কিন্তু তৃণমূলেরই অংশের বক্তব্য, বীরভূমের একটি সভা থেকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই এই স্লোগানকে জনপ্রিয় করেন। সম্প্রতি মদন মিত্রকেও এই স্লোগান বলতে শোনা যায়। দেবাংশু বলছেন, ‘খুব তাড়াহুড়ো করে উত্তরবঙ্গের সভায় এই খেলা হবে কবিতাটা লিখেছিলাম। অনুব্রত মণ্ডল বা মদন মিত্রদের (Madan Mitra) মতো বড় নেতারা যে সেই স্লোগান ব্যবহার করছেন, কর্মী হিসেবে আমি ধন্য।’ অবশ্য অনুব্রতর বক্তব্য, ‘প্রতিটা নির্বাচনেই আমি নতুন স্লোগান দিই। এবার স্লোগান খেলা হবে খেলা হবে, এই মাঠেতে খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে।’ দেবাংশু প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘আমার কারর থেকে আইডিয়া নেওয়ার দরকার পড়ে নাই। আমি একাই যথেষ্ট।’ বাম ছাত্র-যুবদের অবশ্য বক্তব্য, আদতে এই স্লোগান তৃণমূলেরই নয়, সেই হোক কলরব আন্দোলনের সময় থেকে ‘খেলা হবে’ স্লোগানটি জনপ্রিয় বাম ঘাঁটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ‘হোক কলরব’-এর অন্যতম সক্রিয় আন্দোলনকারী ত্রিপর্ণা দে সরকারের বক্তব্য, ‘তৎকালীন ভিসি যখন ছাত্রদের থেকে বাঁচতে পুলিশি সাহায্য চাইলেন, তখনই আমরা বলেছিলাম এই পুলিশের সঙ্গে খেলা হবে।’

প্রসঙ্গত ২০১৯ সালে ‘আর না’ স্লোগানটি প্রথম দেন এসএফআই সমর্থক এক ছাত্রী। পরে দেখা যায় সেই স্লোগান নিয়ে গান ধরেছেন বাবুল সুপ্রিয়। বাম-বিজেপির পাশাপাশি তাদের মতো করে স্লোগানটি ব্যবহার করে তৃণমূলও। ‘খেলা হবে’ প্রসঙ্গে এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকার অবশ্য বলছেন, ‘না এটা আমাদের না এটা তৃণমূলের। বছর ছয়েক আগে বাংলাদেশের এক সাংসদের খেলা হবে স্লোগানটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে নতুন প্রজন্মের কাছে তা জনপ্রিয় হয়।’ বছর পাঁচেক আগে বাংলাদেশের সাংসদ শামিম ওসমান বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘২৪ তারিখের পর খেলা হবে।’ তবে স্লোগান যারই হোক না কেন, কোনও দলই তার ‘মহিমা’ অস্বীকার করতে পারছে না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি কটাক্ষ করে বলেছেন, ‘স্ট্রাইকার, ডিফেন্ডার সব আমাদের দলে। খেলব তো আমরাই।’ এ দিন আবার বীরভূমে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমরা বলি দেখা হবে। আবার দেখা হবে। বারেবারে দেখা হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#slogan, #West Bengal Assembly Elections 2021, #khela hobe

আরো দেখুন