রামের চোদ্দপুরুষের নাম জানি, দুর্গার উৎস কী? বিতর্কিত মন্তব্য দিলীপের

এই বিতর্কিত মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল(TMC) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

February 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

একটি সর্বভারতীয় বেসরকারি সংবাদমাধ্যমের আলোচনাচক্রে অংশ নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করলেন বঙ্গ বিজেপির(Bengal BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। ‘রাম বনাম দুর্গা'(Ram vs Durga) শীর্ষক একটি আলোচনায় তৃণমূলের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, “ভগবান রাম আমাদের সকলের আরাধ্য। আমরা তাঁর চোদ্দপুরুষের নাম জানি। কিন্তু দুর্গার উৎস কী? তাঁর পূর্বপুরুষ কারা কেউ জানে না।”

এই বিতর্কিত মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল(TMC) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার(Kakoli Ghosh Dastidar)। তিনি বলেন, “মা দুর্গা শুধু বাঙালি নয়, সমগ্র হিন্দু ধর্মাবলম্বী মানুষের আরাধ্যা।” দুর্গা স্তোত্রের উল্লেখ করে তিনি বলেন, দিলীপ ঘোষের দল হিন্দু ধর্ম সম্পর্কে ওয়াকিবহাল নয়। ভারতে বিভিন্ন মত, ধর্ম, বিশ্বাসের মানুষ থাকেন। হাজার হাজার বছর পুরোনো হিন্দুধর্মকে বদলানোর চেষ্টা করছে বিজেপি।

বিতর্কিত মন্তব্য করা দিলীপ ঘোষের অভ্যাসে পরিণত হয়েছে। লকডাউন যখন শুরু হল সেই সময় দিলিপবাবু বলেন, “মায়ের প্রসাদ খেলে করোনা ভাইরাসকে রুখে দেওয়া যাবে।” এরপর মার্চ মাসে তিনি গোমূত্র পানের পক্ষে সওয়াল করলেন। এপ্রিল মাসে এক সভায় দিলীপবাবু বলেন, “যারা আল্লার ভরসায় রয়েছেন, তাঁরাই আক্রান্ত হচ্ছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen