মা দুর্গাকে নিয়ে অপমানজনক মন্তব্য দিলীপের, প্রতিবাদে সরব তৃণমূল
এখন প্রশ্ন উঠছে যারা প্রকাশ্যে এইভাবে বাঙালির ভাবাবেগে আঘাত করছে, তাদের হাতে কতটা সুরক্ষিত থাকবে বাংলার সংস্কৃতি!

যে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দিবা স্বপ্নে মশগুল, আজ সেই রাজ্যের মাটিতে বসেই রাজ্যবাসীর আরাধ্যা মা দুর্গাকে অপমান করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ‘রাম রাজা ছিলেন। তাঁর ১৪ পুরুষের কথা ইতিহাসে পাওয়া যাবে। দুর্গার (Durga) কি পাওয়া যাবে। রাম ছিলেন অবতার। এর মধ্যে দুর্গা কোথা থেকে এল!’
হ্যাঁ, ঠিক এই কথাগুলোই দিলীপবাবু (Dilip Ghosh) বলেছেন একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে। আর তারপরই দিলীপের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল (Trinamool)। বাংলার সংস্কৃতি রক্ষার দায়ে তাঁরা আক্রমণ শানালেন দিলীপের দিকে।
এখন প্রশ্ন উঠছে যারা প্রকাশ্যে এইভাবে বাঙালির ভাবাবেগে আঘাত করছে, তাদের হাতে কতটা সুরক্ষিত থাকবে বাংলার সংস্কৃতি!