রাজ্য বিভাগে ফিরে যান

মঞ্চে উঠতেই “চোর মন্ত্রী” স্লোগান রাজীব ব্যানার্জীকে, ঘরমুখো গোপীবল্লভপুরের আদি বিজেপি সমর্থকরা

February 12, 2021 | < 1 min read

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ( Rajib Banerjee) বিরুদ্ধে উত্তরবঙ্গ সুন্দরবন এবং জঙ্গলমহলের চার জেলার মানুষের মধ্যে বন সহায়ক পদে নিয়োগ নিয়ে ইতিমধ্যেই বিপুল ক্ষোভ তৈরি হয়েছে। তারই বহিঃপ্রকাশ দেখা গেল গোপীবল্লভপুরে বিজেপির সভা মঞ্চে।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের গোপীবল্লভপুর কলেজের সামনে বিজেপির পরিবর্তন যাত্রার অনুষ্ঠানে। বৃহস্পতিবার বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি হিসেবে গোপীবল্লভপুর (Gopiballavpur) কলেজের সামনে এক জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেই জনসভা তে দেখা গেল হাতেগোনা কিছু মানুষ এসে ছিলেন। মানুষের ভিড় নেই যার ফলে চিন্তার ভাঁজ কপালে পড়েছে বিজেপি নেতৃত্বের।

ওই জনসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব ব্যানার্জী। বিজেপি (BJP) নেতা রাজীব ব্যানার্জী বলেন লালগড়ের পরিবেশ ভয়ের ছিল, “তাই আতঙ্কের পরিবেশে মানুষ সেখানে যায়নি। এজন্য জেপি নাড্ডার সভায় সেরকম মানুষের ভীড় হয়নি।”

একের পর এক বিজেপির সভায় লোক না হওয়ায় রীতিমতো চিন্তায় পড়েছে জঙ্গলমহলের বিজেপি নেতৃত্ব। এর আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল কংগ্রেস ত্যাগ করে গোপীবল্লভপুর ব্লকের বেলিয়াবেড়া থানা এলাকায় একটি সভা করেছিল। সেই সভাতেও লোক হয়নি। শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের আত্মীয় বলে প্রচার করেও তার সভাতে লোক হয় নি।সেদিন থেকেই মানুষ বুঝে গিয়েছে যে শুভেন্দু অধিকারীর মত মানুষকে বিজেপির সাধারণ কর্মীরা মেনে নিতে পারেনি। পুরনো বিজেপি নেতাদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তাই এখন দল চালাচ্ছেন বিজেপির নব্য নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Rajib Banerjee

আরো দেখুন