দেশ বিভাগে ফিরে যান

দূরপাল্লার ট্রেনে এবার ‘ইকনমি’ থার্ড এসি কোচ?

February 13, 2021 | 2 min read

দেশজোড়া করোনা(COVID19) পরিস্থিতির কারণে কোপ পড়েছে যাত্রীভাড়া থেকে রাজস্ব আদায়ে। আর তাই করোনা-পরবর্তী সময়ে রাজস্ব আদায় বৃদ্ধিতে এবার বিমানের ধাঁচেই ‘ইকনমি’ ক্লাসের(Economy Class) উপর ভরসা করছে রেল(Indian Railways)। সেই লক্ষ্যপূরণে দূরপাল্লার ট্রেনে জুড়তে চলেছে ‘ইকনমি’ থার্ড এসি কোচ(Economy 3rd AC Coach)। স্লিপার ক্লাসের থেকে বেশি হলেও এর ভাড়া হতে চলেছে ‘নর্মাল’ থার্ড এসি কোচের তুলনায় অনেকটাই কম। অন্তত এমনটাই জানাচ্ছে রেলমন্ত্রক। শুধু তাই নয়। ট্রেনের ইকনমি থার্ড এসি কোচের আসন সংখ্যা ৭২টির থেকে বেড়ে হচ্ছে ৮৩টি। চলতি মাস থেকেই এই নতুন থার্ড এসি কোচের উৎপাদন পুরোদমে শুরু করে দেওয়ার ভাবনা রয়েছে রেলমন্ত্রকের।
রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইকনমি থার্ড এসি কোচ তৈরি করেছে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। ইতিমধ্যেই ট্রায়ালের জন্য নতুন এই কোচ পাঠিয়ে দেওয়া হয়েছে লখনউয়ের আরডিএসও’তে। রেল কোচ ফ্যাক্টরির জনসংযোগ আধিকারিক জীতেশ কুমার জানিয়েছেন, ‘আরডিএসও থেকে চূড়ান্ত অনুমোদন চলে এলেই আনুষ্ঠানিকভাবে এই থ্রি টিয়ার এসি ইকনমি ক্লাস কোচের উৎপাদন শুরু করে দেওয়া হবে।’ আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চলতি এবং আগামী আর্থিক বছর মিলিয়ে এরকম মোট ২৪৮টি কোচ তৈরি করা হবে। 
থার্ড এসির ক্ষেত্রে কীভাবে আরও ১১টি আসন বৃদ্ধি করা হচ্ছে? রেল জানিয়েছে, ট্রেনের থার্ড এসি কোচে প্রবেশের মুখেই যে হাইভোল্টেজ ইলেকট্রিক সুইচগিয়ার থাকে, সেটিকেই সরিয়ে ফেলে অতিরিক্ত আসনের জন্য জায়গা বৃদ্ধি করা হচ্ছে। পরিবর্তে হাইভোল্টেজ ইলেকট্রিক সুইচগিয়ারের জায়গা হচ্ছে সংশ্লিষ্ট কোচের নিচে। আরসিএফের ওই শীর্ষ আধিকারিক বলেছেন, ‘হাইভোল্টেজ একটি সুইচগিয়ার যাত্রীবাহী কোচে থাকলে বেশ কিছু ঝুঁকিও থেকে যায়। এবার তা আরও বেশি সুরক্ষিত হবে।’
রেলমন্ত্রক জানিয়েছে, নতুন ইকনমি ক্লাসের কোচের ডিজাইনও অনেক বেশি যাত্রীবান্ধব করা হচ্ছে। প্রতিটি বার্থে আলাদা আলাদা চার্জিং পয়েন্ট, মোবাইল হোল্ডারের ব্যবস্থাও করা হচ্ছে। ঠিক যে সিঁড়ি বেয়ে আপার বার্থে উঠতে হয়, সেটিতে চড়তে গিয়ে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন যাত্রীরা। নতুন ব্যবস্থায় তাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। রেলমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের ব্যাখ্যা, নর্মাল থার্ড এসি কোচের তুলনায় ভাড়া কম হওয়ায় বাতানুকুল ক্লাসের জার্নি উপভোগ করতে সাধারণ যাত্রীরা এই ইকনমি থ্রি টিয়ার এসিতে ভ্রমণ করতে চাইবেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railways, #Express Train

আরো দেখুন