পুলওয়ামা হামলার খবর পেয়েও মোদী ব্যস্ত ছিলেন তথ্যচিত্রে!
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় যখন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছেন সিআরপি জওয়ানরা, নরেন্দ্র মোদী তখন করবেট জঙ্গলে শুটিঙে ব্যস্ত! স্বভাবতই জনমানসে প্রশ্ন ওঠে, ওনি কি বলিউডের চিত্রতারকা, না দেশের প্রধানমন্ত্রী? এই তথ্য আজও মিথ্যা বলে খারিজ করতে পারেনি বিজেপি।
২০১৯ সালের ১৪ তারিখ পুলওয়ামায় বিস্ফোরণের (Pulwama Terror Attack) দিন নৈনিতালের জিম করবেট জাতীয় উদ্যানে একটি বেসরকারি চ্যানেলের উদ্যোগে বাঘ নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রের শুটিঙে গিয়েছিলেন মোদী (Narendra Modi)। রাম নগরের স্থানীয় সংবাদপত্রগুলিতে প্রধানমন্ত্রীর সেই সফরের প্রতিটি মিনিটের বিবরণ প্রকাশিত হয়েছে। আর সেই সূচিতেই উঠে এসেছে এই তথ্য।
সংবাদপত্রের বিবরণ বলছে, শুটিং শুরু হয়েছিল দুপুরে। বিকেল নাগাদ বিস্ফোরণের খবর আসার পরেও তা থামেনি। শুটিং চলে সন্ধ্যা পর্যন্ত। তার পর সরকারি অতিথিশালায় চায়ের আড্ডায় খোশগল্পে মেতে ওঠেন তিনি।
বিরোধীদের অভিযোগ, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই প্রধানমন্ত্রীর উচিত ছিল তাঁর মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করা। তা না করে তিনি অতিথিশালার বাইরে জনতার অভিবাদন কুড়িয়েছেন। একজন প্রধানমন্ত্রীর ওই কাজ সাজে? বিশেষ করে যখন তিন ঘণ্টা আগে বিস্ফোরণে ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছে?
প্রশ্নের উত্তর আজও অজানা।