হে মোর দুর্ভাগা দেশ, করোনা যুদ্ধে আক্রান্ত ডাক্তার, পুলিশরা
করোনা থেকে দেশকে বাঁচাতে যখন মরিয়া সরকার, ডাক্তার, পুলিশ, স্বাস্থ্য কর্মীরা, ঠিক তখনই এসব কিছুর কোন পরোয়া না করে উৎসবে মত্ত জনতা। দলে দলে মানুষ ভীড় জমালেন রথযাত্রায়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে।
রথযাত্রায় ভীড় জমালেন শয়ে শয়ে গ্রামবাসী। দায়ীত্বহীনতার গল্প এখানেই শেষ না। পুলিশ আটকাতে গেলে ছোড়া হয় পাথরও। যারা কিনা রক্ষা করতে গেলেন তারাই রক্ষা পেলেন না। প্রান হাতে করে পালিয়ে আসতে হয়। পরবর্তীতে শতাধিক গ্রামবাসীর বিরূদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ।
একটা ঘটনাতেই যদি অবিবেচনার উদাহরন শেষ হতো তাহলেও এক কথা ছিল। ইন্দোরে ডাক্তাররা করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহভাজনের পরীক্ষা করতে গেলে তাদের দিকেও ইট-পাটকেল-পাথর ছোড়া হয়। এই ঘটনাটি ঘটেছে ইন্দোরের তাতপাত্তি বাখাল এলাকায়।
ঘটনাটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই এলাকাবাসীদের বিরূদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু, অকুতোভয় এই ডাক্তাররা নিজেদের দায়িত্বে অবিচল। ওনারা ফিরে গেছেন সেই এলাকায় আবার। সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে।