হিংসা ছড়াচ্ছে বিজেপি, টুইটারে একযোগে আক্রমণ মিমি-নুসরতের
টুইটারে যাদবপুর ও বসিরহাটের সাংসদ ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন।

রাজ্যে হিংসা ছড়াচ্ছে বিজেপি, বাংলার সংস্কৃতিকে অপমান করছে বিজেপি। একযোগে নিশানা দেগেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) ও মিমি চক্রবর্তী (Mimi Chakrabarty)। টুইটারে যাদবপুর ও বসিরহাটের সাংসদ ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন।
টুইটারে মিমি চক্রবর্তী লেখেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে, বিরসা মুণ্ডাকে অপমান করা হয়েছে, জাতীয় সংগীত ভুল গাওয়া হয়েছে, দেবী দুর্গাকে অবমাননা করা হয়েছে, বিজেপি রাজ্যে একের এক অন্যায় করে গিয়েছে, কিন্তু ক্ষমা চায়নি।
অন্যদিকে, রাজ্য সফরে এসে অমিত শাহ হিংসা ছড়াচ্ছেন বলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নুসরত (Nusrat Jahan)। যেখানে তিনি লিখেছেন শান্তিপূর্ণ নয়, কীভাবে রাজ্যে বিদ্বেষ ছড়িয়ে ভোটে লড়তে হয় তা জানে একমাত্র বিজেপি (BJP)।