দেশ বিভাগে ফিরে যান

বুলডোজার দিয়ে প্রশান্ত কিশোরের বাড়ি ভেঙে ফেলল বিহার সরকার

February 14, 2021 | 2 min read

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) পৈতৃক বাড়ির একাংশ। বিহারের বক্সারে প্রশান্তেরপৈতৃক বাড়ির পাঁচিল ও মূল গেট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। ৮৪ নং জাতীয় সড়কে আহিরৌলি গ্রামে নির্বাচনী স্ট্র্যাটেজিস্টের পৈতৃক বাড়ি। স্থানীয় সূত্রে খবর, বুলডোজার দিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যেই ভেঙে ফেলা হয় বাড়ির একাংশ। এ ঘটনা ঘিরে রাজনৈতিক স্তরে শোরগোল পড়ে গিয়েছে।

যদিও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রশান্তের রাজনৈতিক সম্পর্কের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র নেই বলেই দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের তরফে বলা হয়েছে, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের জন্য অধিগৃহীত জমি খালি করতেই প্রশান্তের পৈতৃক বাড়ির একাংশ ভাঙা হয়েছে।

উল্লেখ্য, ভোটকুশলী প্রশান্ত কিশোরে প্রথম JDU-এর হাত ধরেই কোনও রাজনৈতিক দলে যোগ দেন। ২০১৫ সালে বিহারের ভোটে নীতীশ বাহিনীকে জেতানোর নেপথ্যে প্রশান্তের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলেই মনে করে রাজনীতির কারবারিদের একাংশ। কিন্তু, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নীতীশের সঙ্গে পিকের সম্পর্কের তাল কাটে। নীতীশ কুমারের নেতৃত্বের সমালোচনায় মুখর হন প্রশান্ত। CAA-NRC ইস্যুতে প্রথম থেকে JDU-র অবস্থানের বাইরে গিয়ে সোচ্চার হয়েছিলেন পিকে। সে সময় টুইটারে প্রশান্ত কিশোর লিখেছিলেন, ‘CAB সমর্থনের সময় তাঁদের কথা ভাবা উচিত ছিল JDU নেতৃত্বের, যাঁরা ২০১৫ সালে দলের উপর নিজেদের আস্থা, বিশ্বাস আরও অটুট করেছিলেন। আমাদের ভুলে গেলে চলবে না যে ২০১৫ সালে আমরা কারও সঙ্গে আঁতাঁত করে জিতিনি’। অন্য একটি টুইটে পিকে লিখেছিলেন, ‘আমাদের বলা হচ্ছে CAB নাগরিকত্ব দেবে। কিন্তু বাস্তব হল, NRC আর CAB সরকারের জোড়া প্রাণঘাতী হাতিয়ার, যা দিয়ে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হবে’। প্রশান্ত কিশোরের এ হেন ভূমিকায় তাঁকে দল থেকে বহিষ্কার করে JDU নেতৃত্ব।

অন্যদিকে, একদা ভোটে নরেন্দ্র মোদীকে জয়ী করার নেপথ্যে পিকেই অন্যতম কারিগর ছিলেন বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ। তবে, বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রশান্ত। বাংলায় ভোটের লড়াইয়ে BJP-র বিরুদ্ধেই আসরে নেমেছেন পিকে। একুশের মহারণে পিকে ম্যাজিক বাংলায় বজায় থাকে কিনা সেটা দেখার। এই প্রেক্ষাপটে বিহারে প্রশান্তের পৈতৃক বাড়ির একাংশ ভেঙে ফেলার ঘটনা অন্য মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Prashant Kishor, #Bihar bjp

আরো দেখুন