বালির সিন্ডিকেট শুরু করছিলো শুভেন্দু, তৃণমূলে যোগ দিয়ে বললেন বিজেপির তফসিলী মোর্চার সহসভাপতি
পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন যে দুয়ারে সরকার প্রকল্পে শুধু স্বাস্থ্য সাথী স্বাস্থ্য কার্ড নয়, ২৪.৮৭ লক্ষ জাতি শংসাপত্র মাত্র ২ মাসের মধ্যে দেওয়া হয়েছে এবং রাজ্য জুড়ে ১০০% প্রাপ্ত আবেদন যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে।

আজ তৃনমুল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির তফসিলি মোর্চার (BJP SC Morcha) রাজ্য সহ-সভাপতি দীপক কুমার রায় এবং সদস্য সুব্রত রায়।
তৃনমূলের (Trinamool Congress) পতাকা হাতে নিয়ে দলে যোগ দেওয়ার পর বিজেপির তফসিলি মোর্চার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি বলেন যে রাজ্যে বেআইনি বালি পাচার রুখতে যখন রাজ্য সরকার নানারকম ব্যবস্থা নিচ্ছে তখন বালির সিন্ডিকেট তৈরী করে বালি পাচার শুরু করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন আইপিস অফিসার ও বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন যে দুয়ারে সরকার প্রকল্পে শুধু স্বাস্থ্য সাথী স্বাস্থ্য কার্ড নয়, ২৪.৮৭ লক্ষ জাতি শংসাপত্র মাত্র ২ মাসের মধ্যে দেওয়া হয়েছে এবং রাজ্য জুড়ে ১০০% প্রাপ্ত আবেদন যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে।