রাজ্য বিভাগে ফিরে যান

বালির সিন্ডিকেট শুরু করছিলো শুভেন্দু, তৃণমূলে যোগ দিয়ে বললেন বিজেপির তফসিলী মোর্চার সহসভাপতি

February 14, 2021 | < 1 min read

আজ তৃনমুল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির তফসিলি মোর্চার (BJP SC Morcha) রাজ্য সহ-সভাপতি দীপক কুমার রায় এবং সদস্য সুব্রত রায়।

তৃনমূলের (Trinamool Congress) পতাকা হাতে নিয়ে দলে যোগ দেওয়ার পর বিজেপির তফসিলি মোর্চার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি বলেন যে রাজ্যে বেআইনি বালি পাচার রুখতে যখন রাজ্য সরকার নানারকম ব্যবস্থা নিচ্ছে তখন বালির সিন্ডিকেট তৈরী করে বালি পাচার শুরু করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন আইপিস অফিসার ও বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন যে দুয়ারে সরকার প্রকল্পে শুধু স্বাস্থ্য সাথী স্বাস্থ্য কার্ড নয়, ২৪.৮৭ লক্ষ জাতি শংসাপত্র মাত্র ২ মাসের মধ্যে দেওয়া হয়েছে এবং রাজ্য জুড়ে ১০০% প্রাপ্ত আবেদন যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Partha Chattejee, #Suvendu Adhikary

আরো দেখুন