বিবিধ বিভাগে ফিরে যান

হোটেলে বিছানা-বালিশ কেন সাদা হয়?

February 15, 2021 | < 1 min read

একটানা কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। এই বিষণ্ণতা কাটাতে আমরা ঘুরতে বের হই। আবার কাজের সূত্রে দূরে কোথাও যেতে হয়। সঙ্গত কারণে আমাদের আশ্রয় নিতে হয় হোটেলে। খেয়াল করে দেখেছেন, প্রায় সব হোটেলের বিছানার লেপ, চাদর, বালিশ ও তোয়ালে সাদা হয়। 

কখনও কী প্রশ্ন জেগেছে কেন এগুলো সাদা হয়? 

এর পেছনে রয়েছে যথেষ্ট যুক্তি। ১৯৯০-এর দশকে হোটেলের কক্ষে সাদা চাদর, বালিশ ও তোয়ালের ব্যবহার শুরু হয়। একে জনপ্রিয় করে তোলে ওয়েস্টিন ও শেরাটন। দুই হোটেলের ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন এরিন হুভার মনে করেন, সাদা বিছানা অতিথিদের মাঝে ভ্রম সৃষ্টি করে।  এ দেখে তারা মনে করেন রুমটি মাত্রই পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে। এতে দর্শনার্থীরা আরামবোধ করে।

সাদা রং মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। মনে শুভ্রতা ও পরিচ্ছন্নতার তাড়না আসে। বিজ্ঞান অনুসারে, সাদা রং আলোর প্রতিফলন ঘটায়। এতে রুম আরও উজ্জ্বল দেখায়। অনেকে সাদা রং বিলাসিতার প্রতীক বলে মনে করেন। 

তাই হোটেল রুমের বিছানায় সাদা চাদর ব্যবহার করা হয়। সাদা চাদর-বালিশ একটু নোংরা হলে তা একসঙ্গে ভিজিয়ে তা ধোয়া যায়। অন্য রঙের হলে একটা থেকে অন্যটায় রং লেগে যাওয়ার শঙ্কা থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#white bed sheets, #pillow covers

আরো দেখুন