স্বাস্থ্যসাথীর কার্ড – রাজ্য সরকারের প্রশংসায় সিপিএম নেত্রী

প্রিয়াঙ্কাদেবীর শ্বশুর প্রয়াত ক্ষুদিরাম বাগও সিপিএমের লোকাল কমিটির সদস্য ছিলেন। বিরোধী দলের পরিবার হলেও তাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের প্রশংসা করতে মোটেও পিছপা হননি।

February 15, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi Card) ভেলোরে বিনামূল্যে চিকিৎসা। সুস্থ হওয়ার পথে খেজুরির হেঁড়িয়া গ্রামপঞ্চায়েতের মুকুটশীলা গ্রামের গৃহবধূ প্রিয়াঙ্কা বাগ। ২ লক্ষ ৭০ হাজার টাকার অপারেশন বিনামূল্যে হওয়ায় তৃণমূল (Trinamool) সরকারের প্রশংসায় পঞ্চমুখ খেজুরির সিপিএমের (CPM) প্রাক্তন পঞ্চায়েত প্রধানের পরিবার। প্রিয়াঙ্কাদেবীর কাকিশাশুড়ি মিনতি বাগ হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন প্রধান। প্রিয়াঙ্কাদেবীর শ্বশুর প্রয়াত ক্ষুদিরাম বাগও সিপিএমের লোকাল কমিটির সদস্য ছিলেন। বিরোধী দলের পরিবার হলেও তাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের প্রশংসা করতে মোটেও পিছপা হননি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন প্রিয়াঙ্কাদেবী। তাঁর স্পাইনাল কর্ডের দু’পাশের হাড় ভেঙে যায়। প্রিয়াঙ্কাদেবীকে বাড়ির লোকজন তমলুক, কাঁথি সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করান। কিন্তু, কোনও উন্নতি হয়নি। শয্যাশায়ী হয়ে যান তিনি। স্বামী তরুণকুমার বাগ গ্রাম্য পশু চিকিৎসক এবং কেরোসিনের ডিলার। তাঁর আয়েই সংসার চলে। কীভাবে প্রিয়াঙ্কাদেবী আগের মতো স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন পরিবারের লোকজন। এরপরই তাঁরা ভেলোরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কয়েকদিন আগে প্রিয়াঙ্কাদেবীকে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, প্রিয়াঙ্কাদেবীর অপারেশন করাতে হবে। এজন্য ২লক্ষ ৭০হাজার টাকা খরচ হবে। এত টাকা কোথা থেকে জোগাড় হবে, তা নিয়ে চিন্তিত ছিলেন প্রিয়াঙ্কাদেবীর পরিবারের লোকজন। তবে প্রিয়াঙ্কাদেবীর নামে হওয়া স্বাস্থ্যসাথী কার্ড ভেলোরে নিয়ে যাওয়া হয়েছিল। ওই হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যোগাযোগ করা হয়। তাতেই মুসকিল আসান হয়। স্বাস্থ্যসাথীর কার্ডে গত বৃহস্পতিবার বিনামূল্যে তাঁর অপারেশন হয়েছে। প্রিয়াঙ্কাদেবী আগের মতোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রিয়াঙ্কাদেবীর কাকিশাশুড়ি মিনতিদেবী টানা দশ বছর হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রধান ছিলেন। তিনি বলেন, ভেলোরে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা না পেলে চিকিৎসা না করিয়েই ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হতো। বউমা ফের চলাফেরা করতে পারবে, এটা ভেবে আমাদের খুবই আনন্দ হচ্ছে। সরকারের এই উদ্যোগকে আমরা কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। স্বাস্থ্যসাথী কার্ডের উপযোগিতা নিয়ে সর্বত্র অপপ্রচার চালানো হচ্ছে। এটা ঠিক নয়।

হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অশ্বিনী মাইতি বলেন, স্বাস্থ্যসাথী কার্ডে ভিনরাজ্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে না বলে বিরোধী দলগুলি অপপ্রচার করে চলেছে। তারা এসে দেখে যাক, কীভাবে একটি বিরোধী দলের পরিবারের সদস্যা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে উপকৃত হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen