বাম রামের জুটির জল্পনা প্রকট? কেরালায় একসঙ্গে বিজয়ন ও মোদী

এদিন কেরলে ৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

February 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

২০২১এ বিধানসভা ভোট হবে কেরলেও(Kerala)। রবিবার সন্ধ্যায় তিরুবনন্তপুরমে এক গুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) সঙ্গে একই মঞ্চে উপস্থিত থেকে জল্পনা বাড়ালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন(Pinarayi Vijayan)।

এদিন কেরলে ৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, কোচি পোর্ট ট্রাস্ট ইন্টারন্যাশনাল ক্রুইজ টার্মিনাল, উইলিংডন দ্বীপে জলপথ পরিবহণের ফেরি ইত্যাদি এদিন আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সেই মঞ্চে মোদী ও পিনারাই পরস্পরকে নমস্কার জানানোর যে ছবি দেখা গিয়েছে, সেটাই যেন এদিনের সেরা ফ্রেম।

পরে মোদীর পাশে দাঁড়িয়ে বিজয়ন সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মাহাত্ম্যের কথা তুলে ধরেন। কেরলের মুখ্যমন্ত্রী বলেন, “কেরলবাসীদের খুশি হওয়ার কথা। বেশ কিছু প্রকল্প আজ শুরু হচ্ছে। কেন্দ্র ও রাজ্য দুই সরকার সমষ্টিগত প্রয়াসে এই প্রকল্পগুলি গড়ে তুলেছে।”

মোটের ওপর অমিত শাহের ‘ডাবল ইঞ্জিন’ সরকারের বুলি আওড়াতে শোনা গেলো কেরলের মুখ্যমন্ত্রীকেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen