মুখ্যমন্ত্রী হিসেবে মমতার বিকল্প তিনি নিজেই, ফল সমীক্ষার

এক বেসরকারি সংবাদমাধ্যমের সমীক্ষায়(SurveY) এমন তথ্যই উঠে এল।

February 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মমতাতেই(Mamata Banerjee) আস্থা রাজ্যবাসীর(West Bengal)। এক বেসরকারি সংবাদমাধ্যমের সমীক্ষায়(SurveY) এমন তথ্যই উঠে এল। বিধানসভা নির্বাচনের আগে মমতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ সংখ্যাগরিষ্ঠ মানুষের। বেসরকারি এক জাতীয় সংস্থাকে দিয়ে এই সমীক্ষা করানো হয়।

দেখে নেওয়া যাক সমীক্ষার ফলাফল:

১। কাকে মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দিনে দেখতে চান ?

এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে বেছেছেন ৫২ শতাংশ মানুষ। তাঁর ধারেকাছেও নেই বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পছন্দ মাত্র ২৫ শতাংশ মানুষের।

২। কোনও ক্ষোভ থাকায় মমতা সরকারের কি বদল চান?

এই প্রশ্নের সমর্থক উত্তর দিয়েছেন ৪২ শতাংশ মানুষ। ক্ষোভ থাকলেও বদল চাই না বলেছেন ৪০ শতাংশ মানুষ, আর ক্ষোভ নেই বলেছেন ১৮ শতাংশ মানুষ। মানে, ৫৮% মানুষ চান না সরকার বদল হোক।

৩। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কেমন ছিলেন?

ভালো বলেছেন ৫০ শতাংশ রাজ্যবাসী। মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন মাত্র ৩২ শতাংশ।

৪। উত্তরবঙ্গে কি বিজেপিকে হারিয়ে তৃণমূল জিতবে?

হ্যাঁ বলেছেন ৪৮ শতাংশ মানুষ, না বলেছেন ৩৬ শতাংশ মানুষ। ১৬ শতাংশ উত্তরদাতা হ্যাঁ বা না কিছুই বলেননি।

৫। পশ্চিমবঙ্গ সরকার গত ১০ বছর কেমন কাজ করেছে?

এই প্রশ্নের উত্তরে ভালো বলেছেন ৪৬ শতাংশ উত্তরদাতা। সরকারের কাজ খারাপ বলেছেন মাত্র ৩২ শতাংশ মানুষ, আর মোটামুটি মত ২২ শতাংশ উত্তরদাতার। এটা স্পষ্ট যে রাজ্যের অধিকাংশ মানুষ সরকারের কাজে খুশি।

আর কয়েকদিন পরেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার আগে এই জনমত সমীক্ষা যে তৃণমূলের পালে হাওয়া জোগাল, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen