৫০ শতাংশের বেশি ভোট পেয়ে বাংলায় ফিরছে তৃণমূলই, বলছে জনমত সমীক্ষা

সাইনোভাম রিসার্চ প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ২৩,১০০ মানুষের কাছ থেকে মতামত নিয়ে করেছে এই সমীক্ষা।

February 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে ঘোষণা হবে নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে সর্বশেষ জনমত সমীক্ষায় আভাস তৃণমূলের প্রত্যাবর্তনের। সাইনোভাম রিসার্চ প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ২৩,১০০ মানুষের কাছ থেকে মতামত নিয়ে করেছে এই সমীক্ষা।

এই মুহুর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Election 2021) হলে মুখ্যমন্ত্রী হিসাবে ৫৯% মানুষের পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee), বলছে এই সমীক্ষা। এই দৌড়ে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী হিসাবে চান মাত্র ১৫% মানুষ। সুজন চক্রবর্তীকে পছন্দ করছেন মাত্র ৫% মানুষ, এবং সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে পছন্দ করছেন মাত্র ২% মানুষ। ১৫% মানুষের পছন্দ অন্যান্যরা।

এই জনমত সমীক্ষা বলছে, ২০২১ এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পেতে পারে ৫০.২% ভোট। অন্যদিকে বিজেপি পেতে পারে ৩৯.১% ভোট এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে ১০.৭% ভোট।

মোট ২৯৪টি আসনে, ১৮৯টি আসন দখল করতে পারে তৃণমূল কংগ্রেস, বলছে এই এক্সিট পোল। বিজেপি পেতে পারে ৯৫টি আসন। অন্যদিকে বাম-কংগ্রেস জোট পেতে পারে ৯টি আসন এবং অন্যান্যরা ১টি আসন।

নন্দীগ্রামের ভোটাররা কাকে ভোট দেবেন? এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে ৬১% ভোট। অন্যদিকে বিজেপি পেতে পারে ৩৫% ভোট এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে ৪% ভোট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen