বাংলায় নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার
দেশজুড়ে করোনার টিকাকরণ চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে সংক্রমণ। মার্চ থেকেই শুরু হতে পারে দ্বিতীয় দফার ভ্যাকসিনেশন। তবে এখনও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে চলেছেন বহু মানুষ। গত ২৪ ঘণ্টাতেই যেমন বাংলায় খানিকটা বাড়ল করোনা সংক্রমণ। আবার এরই মধ্যে কেন্দ্রের তরফে মিলল দুঃসংবাদ। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকান ও ব্রাজিলিয়ান করোনা স্ট্রেন প্রবেশ করেছে এ দেশে।
মঙ্গলবার স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যের মত আক্রান্ত ৫ লক্ষ ৭২ হাজার ৮৭৯ জন। এদিনও সংক্রমণের নিরিখে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় দুই জেলায় করোনা আক্রান্ত যথাক্রমে ৪৯ ও ৪১। ভ্যালেন্টাইনস ডে’র পর খানিকটা বেড়েছে দার্জিলিংয়ের করোনা সংক্রমণ। সেখানে একদিনে আক্রান্ত ১০ডন। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে মৃত্যু হয়েছে ২ জনের। গতকাল প্রাণ হারিয়েছিলেন একজন। বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৩৫। মোট অ্যাকটিভ কেস ৩ হাজার ৮৫৪ জন।
কমতে থাকা অ্যাকটিস কেসের পাশাপাশি স্বস্তি দিচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন বাংলার ২৫৫ জন। যাঁদের মধ্যে ৫৪ জনই কলকাতার। এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা ৫,৫৮,৭৯০। সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে সমান তালে চলছে টেস্টিংও। ১৯,৩৫১টি করোনা টেস্ট হয়েছে ২৪ ঘণ্টায়। বাংলায় মোট ৮৩ লক্ষ ৩৫ হাজার ২৫০ জনের করোনা পরীক্ষা হয়েছে।
২৪ ঘণ্টায় বাংলার ছবিটা উদ্বেগজনক না হলেও ICMR-এর দেওয়া খবরে নতুন করে চিন্তার ভাঁজ পড়তেই পারে দেশবাসীর কপালে। তাদের তরফে জানানো হয়, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নয়া করোনা স্ট্রেনের হদিশ মিলেছে দেশে। আক্রান্তদের সান্নিধ্যে আসা লোকেদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে, এখনও পর্যন্ত মোট ১৮৭জন ব্রিটেনের করোনা স্ট্রেনে সংক্রমিত। যদিও মৃত্যুর কোনও খবর নেই।