বাংলায় কোভিড গ্রাফ আরও কমল, স্বস্তি বাড়াচ্ছে সুস্থতা
নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে করোনার বলি হয়েছেন ২ জন। করোনাকে পরাস্ত করে হাসিমুখে ঘরে ফিরেছেন ২৫৯ জন। যা স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে আমজনতা।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যের নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ জন কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে ফের শীর্ষে তিলোত্তমা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানকার ৩৫ জনের শরীরে মিলেছে করোনার (Coronavirus) জীবাণু। তৃতীয় স্থানে হাওড়া। সেখানে নতুন করে আক্রান্ত ১২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে পশ্চিম বর্ধমান। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৮ জন। এছাড়াও অন্যান্য জেলা থেকেও সংক্রমিতের হদিশ মিলেছে, ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৭৩, ০১২। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে বাংলার ২ জনের। তাঁদের মধ্যে একজন কলকাতার ও একজন উত্তর ২৪ পরগনার। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০, ২৩৭। একদিনে করোনাকে জয় করেছেন বাংলার ২৫৯ জন। তাঁদের মধ্যে ৫৫ জন উত্তর ২৪ পরগনার। ৫২ জন কলকাতার। অর্থাৎ সুস্থতার নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা জয়ীর সংখ্যা ৫, ৫৯, ০৩৯।
করোনার টিকাকরণ শুরু হয়েছে। তবে এখনও সকলে তা পাচ্ছেন না। সেই কারণে নিয়মিত টেস্ট চলছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে বাংলার ১৪, ০৩১ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৩, ৪৯, ২৮১ জনের। বর্তমানে বাংলায় মোট সেফ হোমের সংখ্যা ২০০। সেখানে রয়েছেন মোট ৪ জন।