নামখানায় অমিত শাহকে কালো পতাকা

আরও বেশি মহিলা বিক্ষোভ দেখান।

February 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নামখানায় ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে গিয়ে সভাস্থলেই বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সভাস্থলে বাঁশের ব্যারিকেড ভেঙে কালো পতাকা দেখালেন জনা কয়েক মহিলা। তাঁদের রীতিমতো বলপ্রয়োগ করে হটিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। তাতেও কেউ নিরস্ত হননি। বরং আরও বেশি মহিলা বিক্ষোভ দেখান। ফলে সাময়িকভাবে সভায় বিশৃঙ্খলা তৈরি হয়। অমিত শাহ নিজে সকলকে শান্ত হওয়ার জানান।

নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরই নামখানার সভামঞ্চে বক্তব্য রাখতে ওঠেন অমিত শাহ। এমনিতে সভায় তেমন ভিড় চোখে পড়েনি। তারই মধ্যে জনা কয়েক মহিলা বাঁশের ব্যারিকেডের উপর উঠে কালো পতাকা দেখান তাঁকে। তা চোখে পড়ামাত্রই নিরাপত্তরক্ষীরা তাঁদের রীতিমতো টেনেহিঁচড়ে সেখান থেকে নামিয়ে দেন। সভাস্থল থেকে তাঁদের বাইরে বের করে দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen