বিজেপি দুর্নীতিগ্রস্ত, এই অভিযোগ করে দলে দলে অনুগামী ফিরছেন তৃণমূলে
মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে সামিল হতেই তারা তৃণমূলে এলেন। আগামীদিনে দল তাদের যে ভাবে কাজে লাগাবে তারা সেভাবে কাজ করবে দলের নির্দেশ মেনে।

রাজীব ব্যানার্জী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সময় তাঁর সঙ্গে যে সমস্ত তৃণমূল (Trinamool) সমর্থক চলে গিয়েছিলেন, দলে দলে তারা ফের তৃণমূলের ফিরে আসতে শুরু করলেন।
আজ উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা চণ্ডীপুর রথ তলায় চন্ডিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেয়। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। বিধানসভা নির্বাচনের আগে এই রকম আরো অনেক বিজেপি (BJP) কর্মী তৃণমূলে যোগ দেবে বলে দাবি করেন বিধায়ক পুলক রায়।
প্রসঙ্গত, এদিনের এই রাজনৈতিক কর্মী সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলত্যাগী বিজেপি কর্মীরা জানান, “বিজেপিতে কাজ করার মতো পরিস্থিতি নেই। শীর্ষ নেতৃত্ব দুর্নীতিতে জড়িত। তাই তারা মানুষের জন্য কাজ করতে তৃণমূলে যোগ দিলেন।” মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে সামিল হতেই তারা তৃণমূলে এলেন। আগামীদিনে দল তাদের যে ভাবে কাজে লাগাবে তারা সেভাবে কাজ করবে দলের নির্দেশ মেনে।