দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

দুর্ঘটনায় পা হারানো শ্রমিকের চিকিৎসার জন্য ‘স্বাস্থ্যসাথী’ কার্ড মন্ত্রীর

February 20, 2021 | < 1 min read

প্রায় এক বছর আগে ডানকুনির(Dankuni) কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় দু’টি পা হারিয়েছিলেন লিলুয়ার বাসিন্দা অনুপকুমার সিং(Anup Kumar Singh)। যেদিন থেকে পা নেই, সেদিন থেকে কাজও নেই তাঁর। দু’টি কৃত্রিম পা লাগানোর জন্য যে টাকা প্রয়োজন, তা জোগাড় করতে পারেননি তিনি। যে কারখানায় কাজ করতেন, সেই কর্তৃপক্ষও কোনও সাহায্য করেনি বলে অভিযোগ। পাশাপাশি, ইএসআই কার্ডের ব্যবস্থাও ছিল না। এই পরিস্থিতিতে তাঁর সহায় হতে চলেছে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড(Swasthya Sathi Card)। সরকারি প্রক্রিয়ায় কবে কার্ড পাবেন, সেই উদ্বেগ ভাবাচ্ছিল অনুপের পরিবারকে। শুক্রবার মধ্য হাওড়ার(Howrah) বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়(Arup Roy)) অনুপের বাবা বিজয় সিংয়ের হাতে তুলে দেন স্বাস্থ্যসাথী কার্ড। সেই কার্ডের দৌলতে এখন দু’টি কৃত্রিম পা লাগিয়ে ফের উপার্জনের রাস্তায় ফিরতে চান লিলুয়ার যুবক।  
অনুপ বলেন, কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় পা হারালেও কোনও সাহায্য দেয়নি কর্তৃপক্ষ। কারণ, যার বা যাদের ভুলে সেদিন দুর্ঘটনা ঘটেছিল, আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম। সেই অভিযোগ তুলে না নিলে আমাকে কোনও সাহায্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। সেদিন থেকে বাড়িতে দুই সন্তান সহ পরিবার নিয়ে অথই জলে পড়ি। এই পরিস্থিতিতে কৃত্রিম পা লাগানোর বিপুল খরচ আমার পক্ষে সম্ভব নয়। তখন দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য স্থানীয় প্রাক্তন কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করি। অরূপবাবু আমার বাবাকে এদিন ডেকে পাঠিয়ে কার্ড দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Arup Roy, #swasthya sathi card, #anup kumar singh

আরো দেখুন