প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন নেতাদের ফোন মোদীর
করোনাভাইরাস মোকাবিলায় সবরকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ বার এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী এ নিয়ে আলোচনা করতে ফোন করলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের। কথা বললেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও নানা রাজনৈতিক নেতাদের সঙ্গে। ফোনে তাঁর দীর্ক্ষক্ষণ কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।
করোনা রুখতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আলোচনার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রতিভা পাতিলের সঙ্গে কথা বলেন। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এইচডি দেবগৌড়াকে ফোন করেও কথা বলেন মোদী। এ ছাড়াও তিনি ফোনে বহুক্ষণ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তাঁদের মধ্যে।
পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব, নবীন পট্টনায়েক, কে চন্দ্রশেখর রাও, এমকে স্তালিন ও প্রকাশ সিং বাদল-সহ নানা নেতাদের ফোন করে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।