রাজ্য বিভাগে ফিরে যান

ই-গ্রাম স্বরাজ পোর্টালে অন্য রাজ্যের চেয়ে এগিয়ে বাংলা

February 24, 2021 | 2 min read

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রকের ই-গ্রাম স্বরাজ পোর্টালে(EGramSwarajPortal) গুজরাত(Gujarat), উত্তরপ্রদেশকে(Uttar Pradesh) অনেক পিছনে ফেলে অভূতপূর্ব সাফল্য পেল বাংলা(West Bengal)। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিকল্পনা থেকে কাজের অগ্রগতি, কাজ অনুযায়ী অর্থ দেওয়া সহ সমস্ত তথ্য আপলোড করার ক্ষেত্রে ঩বিজেপি(BJP) শাসিত রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গ। এরফলে কোন পঞ্চায়েত কী পরিকল্পনা নিয়েছে, কতটা কাজ এগিয়েছে, তা দেখতে পাবে আমজনতা। পশ্চিমবঙ্গের ধারেকাছে নেই বিজেপি শাসিত রাজ্যগুলি। তার মধ্যে আবার পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলা চমক দিয়েছে। জেলা প্রশাসনের দাবি, দেশের মধ্যে তারাই প্রথম জেলা, যাদের প্রতিটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ২০২১-২২ অর্থবর্ষের পরিকল্পনা পোর্টালে আপলোড করা হয়েছে। এছাড়া দেশের মধ্যে মাত্র দু’টি জেলা পরিষদ তথ্য আপলোড করেছে। তার একটি হল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা।
পশ্চিম বর্ধমানের জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক তমোজিৎ চক্রবর্তী বলেন, দেশের মধ্যে আমরাই প্রথম জেলা যাঁদের প্রতিটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ই-গ্রাম স্বরাজ পোর্টালে নিজেদের পরিকল্পনা আপলোড করেছি। ই-গ্রাম স্বরাজ পোর্টালটি গত বছর চালু হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েতই গ্রামের উন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম। এই পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে হওয়া নানা কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। দেশজুড়ে পঞ্চায়েতের কাজে বেনিয়ম নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রাখতে ও প্রতিটি কাজ জনসমক্ষে তুলে ধরতে গড়ে তোলা হয়েছে ই-গ্রাম স্বরাজ পোর্টাল। পঞ্চায়েতের তিনটি স্তরের কাজের বিস্তারিত তথ্য পোর্টালে তুলে ধরতে হচ্ছে। প্ল্যান সামারি, সেক্টর ভিউ, স্কিম ভিউ ও প্রাওরিটি ওয়াইজ অ্যাক্টিভিটি, এই চারটি ফর্ম্যাটে পরিকল্পনা আপলোড করতে হয়। প্ল্যান আপলোডের পর জিও ট্যাগিং সহ নানা কাজ রয়েছে। কেন্দ্র সরকারেরই দাবি ছিল, এই পোর্টালের মাধ্যমে সব রকম অস্বচ্ছতা দূর করা সম্ভব হবে। স্বচ্ছতার পাশাপাশি বিষয়টি সবার নজরে থাকার কারণে কাজের গতি বাড়বে। তবে, কেন্দ্রের তৈরি স্বচ্ছতা নির্ধারণকারী পোর্টালের বাংলার সাফল্য জ্বলজ্বল করছে। ২০২১-২২ অর্থবর্ষের ক্ষেত্রে দেশের মাত্র দু’টি জেলা পরিষদ কাজের পরিকল্পনা পোর্টালে আপলোড করছে। তারমধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুর। দেশের ৬হাজার ৮৬৯টি পঞ্চায়েতে সমিতির মধ্যে মাত্র ২০০টি পঞ্চায়েত সমিতি এই পরিকল্পনা আপলোড করেছে। এরমধ্যে বাংলার ১৫৮টি পঞ্চায়েত সমিতি রয়েছে। এখানে উল্লেখযোগ্য হল, গুজরাত ও উত্তরপ্রদেশের একটিও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এখনও আপলোড করেনি।
বাংলার সাফল্য রয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরেও। বাংলার ৩ হাজার ৩৪০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২হাজার ১১৫টি পঞ্চায়েত এই পরিকল্পনা আপলোড করেছে। সেই জায়গায় গুজরাতের ১৪হাজার ২৫৩টি পঞ্চায়েতের মধ্যে মাত্র ৪৪৩টি পঞ্চায়েতই পরিকল্পনা পোর্টালে আপলোড করেছে। উত্তরপ্রদেশে পঞ্চায়েত রয়েছে ৫৯ হাজার ৭৯টি। তারমধ্যে পরিকল্পনা পোর্টালে তুলেছে মাত্র ১৬ হাজার ৩৬৬টি। শতাংশের বিচারে যা বাংলার তুলনায় অনেক কম। এরাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আটটি পঞ্চায়েত সমিতি ও ৬২টি গ্রাম পঞ্চায়েতই পরিকল্পনা আপলোড করেছে।
বাংলার বেনিয়ম নিয়ে বারবার প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা সরব হচ্ছেন। কথায় কথায় বিজেপি নেতারা গুজরাত, উত্তরপ্রদেশের সাফল্য তুলে ধরার চেষ্টা করেন। সেখানে স্বচ্ছতা নির্ধারণকারী এই পোর্টালে বাংলার এগিয়ে থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #West Bengal, #E Gram Swaraj Portal

আরো দেখুন