করোনা টিকা নিয়ে বিজেপির রাজনীতি, জবাব দিল তৃণমূল
সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার ভোটের আগে সবাইকে বিনামূল্যে টিকা দিতে চায়। এই বিষয়টি যেন কেন্দ্র গুরুত্ব দিয়ে দেখে এবং দায়িত্বে থাকা দপ্তরকে যেন সেভাবে নির্দেশ দেওয়া হয়। যাতে ভোটের আগে রাজ্য পর্যাপ্ত টিকা পেতে পারে। ভোটের সময় যেন কোনভাবেই সংক্রমণ না ছড়ায় সে কথা ভেবেই এই সিদ্ধান্ত।
এরপরই করোনা টিকা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়েছে। কেন্দ্র বলছে, আগের ভ্যাকসিনই এখনো অব্যবহৃত পড়ে রয়েছে। এই অভিযোগের জবাবও দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের মতে, প্রথম দফায় ২০ লক্ষ প্রথম সারির কর্মীর নাম নথিভুক্ত করেছিল রাজ্য। ৩৫ লক্ষ ডোজ ভ্যাকসিন (Corona Vaccine) পাওয়া গেছে। দুদিন আগেই আরো ৭ লক্ষ ডোজ রাজ্যে এসেছে। ৮০ শতাংশ স্বাস্থ্যকর্মীর টিকাকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রাজ্যে।
তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek O’Brien) এ বিষয়ে বলেন, ‘বাংলায় একদিনে ১ লক্ষ প্রথম সারির কোভিড যোদ্ধাকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ বাংলায় খুব দ্রুত গতিতে এগোচ্ছে। অল্প সময়ের মধ্যেই সব কর্মীরা টিকা পেয়ে যাবেন।’
তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তথ্য উদ্ধৃত করে বলেন, ‘গোটা দেশে ৩ কোটি প্রথম সারির কর্মীর মধ্যে মাত্র ১.২ কোটি জনকে এখন অবধি টিকা দেওয়া হয়েছে। সেই তুলনায় বাংলায় অনেক দ্রুত গতিতে কাজ এগোচ্ছে।’
বাংলায় প্রথম দফায় ৬.৫ লক্ষ স্বাস্থ্যকর্মী, ২.৫ লক্ষ পুলিশ, ১.২ সমাজকর্মী মিলিয়ে প্রায় ৯ লক্ষ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে।
তৃণমূলের এই নেতা আরো বলেন কেন্দ্রীয় তথ্য অনুযায়ী দেশে যে পাঁচ রাজ্যে সব চেয়ে বেশি টিকাকরণ হয়েছে, তার অন্যতম হল বাংলা। এই রাজ্যে প্রথম দফায় দেওয়া মোট ডোজের ৫৬% এর বেশি এবং দ্বিতীয় দফায় দেওয়া ডোজের ৬১% এর বেশি টিকা ব্যবহার হয়েছে। সেই নিরিখে শীর্ষ ৮ রাজ্যের অন্যতম বাংলা।