শহরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বড় ঘোষণা মমতার
অর্ধ-প্রশিক্ষণপ্রাপ্তদের দৈনিক মজুরি ১৭২ টাকা থেকে বাড়িয়ে ৩০৩ টাকা করা হল। এবং প্রশিক্ষণ-প্রাপ্ত শ্রমিকদের দৈনিক মজুরি ৪০৪ টাকা করল পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টা আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল সাড়ে চার্টার সময় আজ নির্বাচন কমিশন বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করবে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমিকদের মুখে হাসি ফোটালেন। পশ্চিমবঙ্গ আরবান এমপ্লয়মেন্ট স্কিম (Urban Employment Scheme) প্রকল্পের আওতায় শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করলেন মমতা।
মুখ্যমন্ত্রী আজ টুইট করে জানান, পশ্চিমবঙ্গ আরবান এমপ্লয়মেন্ট স্কিম প্রকল্পের আওতায় শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হবে। অপ্রশিক্ষিত শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৪ থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হল। অর্ধ-প্রশিক্ষণপ্রাপ্তদের দৈনিক মজুরি ১৭২ টাকা থেকে বাড়িয়ে ৩০৩ টাকা করা হল। এবং প্রশিক্ষণ-প্রাপ্ত শ্রমিকদের দৈনিক মজুরি ৪০৪ টাকা করল পশ্চিমবঙ্গ সরকার।
তিনি আরও জানান, এই পদক্ষেপের ফলে রাজের মোট ৫৬,৫০০ (৪০,৫০০ অপ্রশিক্ষিত, ৮০০০ অর্ধ-প্রশিক্ষণপ্রাপ্ত, ৮০০০ প্রশিক্ষণ-প্রাপ্ত) কর্মী উপকৃত হবেন। গ্রামীণ এলাকায় একশো দিনের কাজের মজুরির সাথেও এর ফলে সামঞ্জস্য তৈরি হল বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২১ এবং ২০২২ অর্থবর্ষের বাজেটে এর জন্য অর্থের সংস্থান করা হয়েছে।
ভোটের আগে এই সিদ্ধান্ত অবশ্যই তৃণমূলকে বিরোধীদের থেকে কিছুটা এগিয়ে রাখলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।