‘মঙ্গলদ্বীপ জ্বেলে’ করোনা মোকাবিলা বলিউডের
নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ‘দ্বীপ জ্বালানো’র কর্মসূচিতে অংশ নিল বলিউড। ইন্ডাস্ট্রির অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতবাসী হিসেবে একজোট হওয়ার বার্তা দিলেন।
April 6, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi
নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ‘দ্বীপ জ্বালানো’র কর্মসূচিতে অংশ নিল বলিউড। ইন্ডাস্ট্রির অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতবাসী হিসেবে একজোট হওয়ার বার্তা দিলেন।

রণবীর-দীপিকা থেকে অভিষেক-ঐশ্বর্য প্রত্যেকেই নিজেদের বাড়ি-ব্যালকনিতে মোমবাতি-প্রদীপ জ্বালালেন। ঘরের আলো নিভিয়েও রাখলেন টানা ৯ মিনিট। ইনস্টাগ্রামে একাধিক তারকাই ছবি শেয়ার করেছেন।