রাজ্য বিভাগে ফিরে যান

সিপিএমের ‘টুম্পা ব্রিগেড চল’ এর জবাবে তৃণমূলের ‘টুম্পা যাবে না’

February 27, 2021 | < 1 min read

বামেদের টুম্পা গানের জবাব দিল তৃণমূল (Trinamool)। ব্রিগেড সমাবেশের প্রচারে জনপ্রিয় গান ‘টুম্পা সোনা’ (Tumpa Sona) এর প্যারোডি বানিয়ে বামেরা ভাইরাল করেছিল ‘টুম্পা ব্রিগেড চল’ । এবার তৃনমূলের তরফে বলা হল ‘টুম্পা ব্রিগেড যাবে না’ (Tumpa Brigade Jabe Na)।

২৮ ফেব্রুয়ারি বামফ্রন্টের (Bamfront) ব্রিগেড সমাবেশের প্রচারে জায়গা করে নিয়েছে ‘‌টুম্পা সোনা’। এই নিয়ে হয়েছে বিস্তর বিতর্ক। নতুন প্রজন্মের মন পেতে সূর্যকান্ত মিশ্রর মত নেতাকেও শেয়ার করতে দেখা গেছে এই গান। এবার অন্য এক বাংলা সিনেমার জনপ্রিয় গানের প্যারোডিতেই সিপিএমকে জবাব দিল তৃণমূল।

বোঝেনা সে বোঝেনা ছবির জনপ্রিয় গান ‘না রে না’ এর সুরে বলা হল টুম্পা ব্রিগেড যাবে না। গানের দাবি, মহাজোট ব্রিগেডের মাঠ ভরতে ব্যর্থ। গানের মাধ্যমে তুলে ধরা হল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানও। বিজেপি-সিপিএম আঁতাত, ১৫ লক্ষ টাকার ভাঁওতা, কোকেন কান্ড কি নেই সেই গানে! বাংলার উন্নয়ন প্রকল্পগুলিও স্থান পেয়েছে গানের কথায়।

সিঙ্গুর, নানুর, নন্দীগ্রাম, সিপিএমের সন্ত্রাসের রাজনীতির কথাও উল্লেখ করা হয়েছে গানটিতে। গানটি শুনলেই যেন বঙ্গ রাজনীতির পুরো চিত্র সামনে চলে আসে। আর গানে উঠে এসেছে একটাই বার্তা। বাংলার মানুষ ঘরের মেয়ে মমতাকেই চায়। তাই, বাম-বিজেপি সবপক্ষকেই বাতিল করেছে ‘টুম্পা’।

গানটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়ে যায়। সব মিলিয়ে ভোটের আগে গানে গানে জমজমাট বঙ্গ রাজনীতি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Tumpa Sona

আরো দেখুন