এবার কবির সুমনের গানের প্যারোডিতেও টুম্পা!

আবার চর্চায় ‘টুম্পাসোনা’। এ বার অজ্ঞাতনামা কবির কলমে।

February 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবার চর্চায় ‘টুম্পাসোনা’(Tumpa Sona)। এ বার অজ্ঞাতনামা কবির কলমে। সিপিএম-এর ‘টুম্পা’ গানের প্যারোডি নিয়ে কম চর্চা-বিতর্ক হয়নি। গানের কথায় কি পুরুষতান্ত্রিকতা আছে? এ নিয়েও বঙ্গ সমাজ দ্বিধাবিভক্ত।

সেই গান নিয়ে বিতর্ক যখন চরমে, তখনই আবার নেটরাজ্যে ছড়িয়ে পড়ল আরও এক ‘টুম্পা’-কাব্য। যা নিয়ে ঘুম ছুটেছে নেটাগরিকদের। কারণ, এ বার ‘টুম্পা’-র প্রবেশ ঘটেছে সুমন-দুনিয়ায়। কবীর সুমন(Kabir Suman)। মনে পড়ে কবীর সুমনের ‘ভালবাসা শত যুদ্ধেও জেতা যায় না…’? সেই গানের প্যারোডি(Parody) বানিয়ে ঘুরছে এই কাব্য:

টুম্পাকে শত যুদ্ধেও জেতা যায় না
টুম্পা’র মন পেয়ারার মতো ডাঁসা
টুম্পা সোনার নরম গালের পাশে
হাম্পির মতো রাত জাগে ভালবাসা

খ্যাপাটে জুয়ায় খোলা ছিল জানলাটা
বউ পালিয়েছে কখন তা কে বা জানে
রেললাইনেই গলা দেবো ভেবেছিলাম
টুম্পা তখন বোঝালো প্রেমের মানে

তারাপীঠে বিয়ে, দিঘা যাবো হানিমুনে
আদরের খাটে গাঁদাফুল হবে তাজা
নাকে নাক ঘষে বলবো হাম্পি খেয়ে
পায়ে পড়ি তোর, খৈনি ছাড়ব, আ যা!

ভালবাসা চিরউন্মাদ ন্যালাখ্যাপা
ভালবাসা যেন মিঠুনদা ঝিনচ্যাক
সূর্য উঠলে ধ্যানমগ্নের পোচে
তথাগত হয়ে মামলেটটাকে দ্যাখ

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এ গানের নীচে লেখকের নাম নেই। শুধুই বলা আছে, ‘সংগৃহীত’। তবে এই ভাবনার ‘ব্যপ্তি’ মন ছুঁয়েছে নেটাগরিকদের। জনে জনে লেখককে কুর্নিশ জানাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen