কলকাতা বিভাগে ফিরে যান

বিকেলে ব্রিগেড, সন্ধেবেলা সাক্ষাৎ মমতার সঙ্গে? জল্পনার তুঙ্গে লালু-পুত্র তেজস্বী

February 28, 2021 | < 1 min read

২০২১-এর ভোটের আগে বাম-কংগ্রেস জোটের ব্রিগেড(Brigade) সমাবেশ ঘিরে উত্তেজনা থাকলেও, সকাল পর্যন্ত সে রকম তারকা-মুখের খোঁজ মেলেনি। শোনা যাচ্ছে, বিহার থেকে ব্রিগেডে আসতে পারেন লালুপুত্র তেজস্বী যাদব(Tejaswi Yadav)।

লালুপ্রসাদের আরজেডি(RJD) বহুকাল ধরে বামফ্রন্টের শরিক দল বা বন্ধু। বরাবর বামফ্রন্ট উত্তর কলকাতায়(North Kolkata) আরজেডিকে আসন ছেড়ে দিয়েছে। অবশ্যই এমন আসন যেখানে বামেদের(Left) জেতার কোনও সম্ভবনা ছিল না।

বিজেপি ও নীতীশ কুমারের বিরুদ্ধে কার্যত একাহাতে বিহারে সম্প্রতি সাফল্য পেয়েছেন তেজস্বী যাদব। তবে ব্রিগেডে যোগদান নিয়ে রবিবার সকাল পর্যন্ত কোনও মন্তব্য করেননি তেজস্বী। রাজ্য বাম নেতৃত্বও তাঁকে নিয়ে সুনিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না।

জোর গুজব, রবিবার বিকেলে তেজস্বী বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। চাউর হয়েছে, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রও ছেড়ে দেওয়া হতে পারে আরজেডিকে। বর্তমানে নয়না বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে বিধায়িকা। সুতরাং এই আসন ছেড়ে দেওয়ার সম্ভবনা বেশ কম।

তবে একই সঙ্গে ব্রিগেডে যাওয়া ও তারপরই তৃণমূলের নেত্রীর সঙ্গে যোগাযোগ করা, এই নিয়ে তেজস্বী যাদব এখন জল্পনার তুঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Tejaswi Yadav, #Bengal Election 2021, #brigade

আরো দেখুন