করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক বাংলায়
নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে বাংলায় মৃতের সংখ্যা নিয়ে সমালোচনায় সরব হলেন বিরোধী নেতারা। সিপিএমের অভিযোগ, করোনা ভাইরাসের মোকাবিলার নামে বেআইনি হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তথ্যগোপনের অভিযোগ এনেছে রাজ্যের বিরুদ্ধে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ”আজ বিকেল ৪টে পর্যন্ত রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩৭ জনের মধ্যে ৩ জন সুস্থ। এখন ৩১ জন পজিটিভ। ওঁদের মধ্যে ১৭ জন ৪টি পরিবারের। একজনের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্যু হয়েছে কিডনির সমস্যায়। সরকারি তথ্যের উপর চোখ রাখুন।”
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্যের স্বাস্থ্য দফতরও বিবৃতি দিয়ে জানায়, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র তিন জনের। বাকি তিনজনের মৃত্যুর কারণও উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে। বুধবারই স্বাস্থ্য দফতর জানিয়েছে, ৫৭ বছর এবং ৬২ বছরের যে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে, তাদের প্রচন্ড শ্বাসকষ্টের সমস্যা ছিল। এদের মধ্যে কিডনি সমস্যা একজনের মৃত্যু হয়েছে। অন্যজনের শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। আর তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে উচ্চ রক্তচাপের কারণে।
এদিকে, রাজ্যে করণায় মুখ্যমন্ত্রীর দেওয়া বিবৃতি ঘিরে শুরু হয় বিতর্ক। বৃহস্পতিবার সিপিএম রাজ্য সম্পাদক মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে টুইট করেন।
সোমবার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত টুইট করে অভিযোগ করেন রাজ্য সরকার মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন নিয়মিত কেন প্রকাশ হচ্ছে না, প্রশ্ন তোলেন তিনি।